মধ্য জুন পর্যন্ত বাড়ানো হল বাধানিষেধ, নবান্নে ঘোষণা Mamata-র
কোভিড (COVID-19) কিছুটা হলেও কমেছে বলে জানালেন মমতা (CM Mamata Banerjee)।
![মধ্য জুন পর্যন্ত বাড়ানো হল বাধানিষেধ, নবান্নে ঘোষণা Mamata-র মধ্য জুন পর্যন্ত বাড়ানো হল বাধানিষেধ, নবান্নে ঘোষণা Mamata-র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/05/27/322279-cm.png)
নিজস্ব প্রতিবেদন: কোভিড মোকাবিলায় বর্তমানে যে বাধানিষেধ রয়েছে, তা আরও বাড়ানোর কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে তিনি জানালেন,এখন আপাতত জুনের ১৫ তারিখ পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হল।
মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন,''প্লিজ দয়া করে লকডাউন বা কার্ফু বলবেন না। লকডাউন আলাদা আইন। অতিমারি পরিস্থিতিতে বাধানিষেধ জারি করছি। কোভিড কিছুটা হলেও কমেছে। মানুষ সহযোগিতা করছে। তাই আমরা আর একটু সময় নিচ্ছি। এর জন্য ক্ষমা চেয়ে নেব। তবে অর্থনীতি সচল রাখতে নির্দিষ্ট সীমার মধ্যে সব চালু আছে। অনলাইন পরিষেবাও সচল।''
মুখ্যমন্ত্রী জানান,''আগের বিধিনিষেধই বজায় থাকবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ বাইরে বের হবেন না। বাজার, মিষ্টির দোকান, শাড়ি, গয়নার দোকান নিয়ম মেনেই খুলবে। জুটমিলে কর্মীর সংখ্যা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। টিকা নেওয়া থাকলে কাজ করতে পারবেন নির্মাণ শ্রমিকরা।''
উল্লেখ্যে, গত ১৫ মে বিধিনিষেধ জারি করে নবান্ন। জানানো হয়েছিল,৩০ মে পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া সমস্ত সরকারি ও বেসরকারি দফতর বন্ধ থাকবে। তার আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল লোকাল ট্রেন। বাস, মেট্রো ও ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন- জুলাইয়ে উচ্চমাধ্যমিক, অগাস্টে মাধ্যমিক পরীক্ষা, ঘোষণা CM Mamata-র