নিজস্ব প্রতিবেদন: কিসান সম্মান নিধি যোজনায় (Kisan Samman Nidhi) সায় দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান,'আমি চাই কৃষকরা টাকাটা পাক। কেন্দ্র তালিকা দিলে যাচাই করে দেব।' এর পাশাপাশি মমতা এও মনে করিয়ে দেন,'২ একর জমির মালিকরাই বছরে ৬ হাজার টাকা পাবে। সেই সুবিধা পাবেন ২০ থেকে ২১ লক্ষ কৃষক। কিন্তু রাজ্য সরকারের প্রকল্পে ১ কাটা জমির মালিকরাও টাকা পান। এতে প্রায় ৭০ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে পৌঁছয় টাকা।'     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্য সরকারকে টাকা দেওয়া হলে, তা বণ্টন করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে কেন্দ্র তা মানতে চায়নি। মুখ্যমন্ত্রীর কথায়,'আমি ফোন করেছিলাম। রাজ্যকে বাদ দিয়ে ওরা সরাসরি টাকা পাঠাতে চায়। কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমরকে (Narendra Tomar) ফোন করে বলেছিলাম, দেখো তোমরা আমাকে কেন বিশ্বাস করছো না? উনি বললেন, আমরা সরাসরি টাকা পাঠাব। আমি রাজনৈতিক অভিসন্ধি বুঝে গেলাম। ওদের পোর্টালেই নাম পাঠিয়েছে বাংলার কৃষকরা। সেটাই যাচাই করে দিতে বলল। আমি বললাম, সেই তালিকা তো আমার কাছে নেই। আমাদের পোর্টালে তো করেনি। তালিকা পাঠাও যাচাই করে দেব।'


রাজ্য সরকারের প্রকল্পে বেশি কৃষক সুবিধা পাচ্ছেন বলেও মনে করিয়ে দেন মমতা। বলেন,'বিনা পয়সায় শস্য বিমা দিই। ৫ হাজার টাকা দেয় রাজ্য। ১ কাটা জমি থাকলেই রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা মেলে। কেন্দ্রের প্রকল্পে ২ একর জমি যাঁদের আছে, তাঁরা পাবে। ফলে সুবিধাপ্রাপকদের সংখ্যা কমে যাচ্ছে। আমাদের প্রকল্প সুবিধা পায় ৭০ লক্ষ কৃষক। ওদের ক্ষেত্রে সেটা ২০-২১ লক্ষে দাঁড়াবে।'


আরও পড়ুন- Baishaki নাকি অসুস্থ! এলেন না Sovan, পার্টি অফিসের ঘরে তালা ঝোলাল BJP


কিসান সম্মান নিধি যোজনায় বছরে তিন কিস্তিতে কৃষকরা পান ৬ হাজার টাকা। গত মাসেই কিসান সম্মান নিধির এক কিস্তির টাকা দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) অভিযোগ করেছিলেন, 'রাজনৈতিক কারণে বাংলার কৃষকদের বঞ্চিত করছে রাজ্য সরকার।' কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা রাজনীতির অভিযোগ তোলে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বিবৃতি দিয়ে জানিয়ে দেন,'কৃষিমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে। চিঠিও দিয়েছেন। কেন্দ্রই রাজনীতি করছে।' এ দিনও একই সুরে মমতা (Mamata Banerjee) বলেন, 'কিছুদিন আগে কৃষিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। নির্বাচনের বছর। কিছু দিনের জন্য প্রধানমন্ত্রীর বাংলা, বাংলা মনে হচ্ছে। এটা অস্বাভাবিক কিছু নয়। সব রাজনৈতিক দল এটা করে।' কিসান সম্মান নিধি ও আয়ুষ্মান যোজনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে লাগাতার নিশানা করে চলেছে বিজেপি। গেরুয়া শিবিরের নেতারা অভিযোগ করে চলেছেন, স্রেফ রাজনীতির জন্য বঞ্চিত হচ্ছেন বাংলার মানুষ। এ দিন মমতাকেও সেদিকে ইঙ্গিত করে বুঝিয়ে দেন, 'রাজনীতি নয়, কৃষক-স্বার্থই অগ্রাধিকার।'     


আরও পড়ুন- ভোটে MIM-এর সঙ্গে জোট জল্পনা জিইয়ে রাখলেন Yechury, 'সেক্যুলারজিম' নিয়ে কটাক্ষ Dilip-এর