নিজস্ব প্রতিবেদন: বাংলায় ৮ দফায় ভোটগ্রহণের নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তামিলনাড়ু, কেরলে এক দফায় ভোট হচ্ছে অথচ বাংলায় ৮ দফায়? প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী। এ দিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন,'কোথাও কোথাও একটা প্রশ্ন উঠছে। বিহারে ২৪০টি আসনে ৩টি দফায় নির্বাচন হল। অসমে ৩ দফায় হবে। তামিলনাড়ুতে ২৩৪টি আসনে একদিনে ভোটগ্রহণ হচ্ছে।। কেরলে সিপিএমের সরকার। সেখানেও এক দফায়। বাংলায় ২৯৪টি আসন। ৮ দফায় ভোট কেন?'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপির কথাতেই ৮ দফায় (West Bengal Assembly Elections 2021) ভোটগ্রহণ হচ্ছে বলে অভিযোগ করেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'কাকে সুবিধা করে দেওয়ার জন্য ৮ দফায় নির্বাচন? নির্বাচন কমিশন রাজ্যকে সুবিচার না দিলে কোথায় যাবে জনগণ? বিজেপির নির্দেশেই এটা করা হয়েছে। এমনকি গোটা জেলায় একদিনে নির্বাচন হচ্ছে না। ২৭ মার্চ নির্বাচন করছেন পুরুলিয়ায়। বাঁকুড়াটা ভাগ করেছেন। পূর্ব মেদিনীপুরে পার্ট ওয়ান। বিএ পার্ট ওয়ান শেখাচ্ছে! দক্ষিণ ২৪ পরগনায় আমাদের জোর বেশি তাই তিন দফায় ভোট করা হচ্ছে। বাঁকুড়া পার্ট টু। এগুলি কি নরেন্দ্র মোদী (Narendra Modi) ও অমিত শাহের (Amit Shah) কথায় হয়েছে?' 


এরপরই মোদী-শাহকে মমতার চ্যালেঞ্জ,'এখানে ৩০ দিনের খেলা খেলবেন? আমাদের যায় আসে না। হারিয়ে ভূত করে দেব। আপনারা জেলাকে ভাঙছেন। ভাই-ভাইকে ভাঙছেন। হিন্দু-মুসলিমকে ভাঙছেন। আপনারা বাঙালি-রাজবংশী ভাঙছেন। আপনারা টোটাল দেশটাকে ভাঙছেন। বাংলার নিজের মেয়ে মমতা ব্যানার্জি বলছি, বাংলাকে আমি ভালো চিনি। জেলা থেকে বিধানসভা কেন্দ্র সব চিনি। বাংলাকে অশান্ত করার চেষ্টার জবাব দেবে জনতা। বহিরাগত গুন্ডারা বাংলা শাসন করবে না।'


কমিশনের উদ্দেশে মমতার বার্তা,'বিজেপির চোখ দিয়ে বাংলাকে দেখবেন না, অনুরোধ করছি নির্বাচন কমিশনকে। স্বরাষ্ট্রমন্ত্রী যেন ক্ষমতার অপব্যবহার না করেন। প্রধানমন্ত্রীকেও তাই বলছি। যত নেতা আছে নিয়ে আসুন। এত ভয় আমাকে! পুরো কেন্দ্রীয় সরকারের সমস্ত সংস্থাকে নিয়ে এই পরিকল্পনা তৈরি করেছে। নির্বাচনের পর পুরস্কার দিতে হবে। আমরা জিতব।'   


আরও পড়ুন- 'আইনশৃঙ্খলা কি রাজ্যের দায়িত্ব নয়?', ভোটের প্রচারে Mamata-কে নিশানা Rajnath Singh-র