Modi-কে হুঁশিয়ারি Mamata-র, রান্নার গ্যাসের দাম কমিয়ে ৪০০ টাকা না করলে...

পেট্রো পণ্যের দামবৃদ্ধির নেপথ্যে 'ষড়যন্ত্রে'র অভিযোগ করেছেন মমতা। 

Updated By: Feb 25, 2021, 07:30 PM IST
Modi-কে হুঁশিয়ারি Mamata-র, রান্নার গ্যাসের দাম কমিয়ে ৪০০ টাকা না করলে...

নিজস্ব প্রতিবেদন: সকালে নবান্ন গিয়েছিলেন ই-স্কুটিতে। ফিরলেনও ই-স্কুটিতে। বাড়ির সামনে এসে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হুঁশিয়ারি দিলেন, 'রান্নার গ্যাসের দাম কমিয়ে ৪০০টাকা না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব।'

পেট্রো পণ্যের দামবৃদ্ধির নেপথ্যে 'ষড়যন্ত্রে'র অভিযোগ করেছেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন,'আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম ৫০ শতাংশ কমলেও দেশে পেট্রোল-ডিজেলের দাম দ্বিগুণ বেড়েছে। এর পিছনে বড় রহস্যের খেলা আছে। সেই খেলা ঢাকবার জন্য মাঝে মাঝে মিথ্যা কথা বলে জনতার সঙ্গে ছলনা করা হয়। মোদী সরকার আসার আগে গ্যাসের দাম ছিল ৪০০ টাকা। এখন বেড়ে হয়েছে ৮২৫ টাকা। একটা বাড়িতে দুটো গ্যাস লাগে। দুটো গ্যাসের দাম ১৬৫০ টাকা হলে সে খাবে কী? রাস্তায় যাতায়াত করবে কীভাবে?'    

তিনি আরও বলেন,'কেরোসিনের জন্য ৪০০০ কোটি টাকা ভর্তুকি দিত। সেটাও এবার বাজেটে প্রত্যাহার করে নিল। এ রাজ্যে ২ কোটি মানুষ কেরোসিন তেলের উপরে নির্ভরশাল। তাঁরা কেরোসিন পাচ্ছেন না। পেলেও বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। গরিবরা কেরোসিন তেলে স্টোভেই রান্না করেন। প্রতিদিন এক একটা নেতা আসছে। পেট্রোলের দাম কেন বাড়ল উত্তর নেই। ডিজেলের দাম কেন বাড়ল, তার উত্তর নেই। ধান্দাবাজ, দুর্নীতিবাজ বিজেপিকে চাই না।' 

মমতার (Mamata Banerjee) হুঁশিয়ারি, '৪০০ টাকা করতে হবে রান্নার গ্যাসের দাম। নইলে বৃহত্তর আন্দোলনে নামব। কৃষকরা রাস্তায় বসে রয়েছেন। এবার সাধারণ মানুষ রাস্তায় নামবে। যতই এজেন্সি লাগান মোদীবাবু কিছু করতে পারবেন না।' 

আরও পড়ুন- Mamata-র ভাষা বাংলার সংস্কৃতি নয়, TMC নেত্রীর শব্দবাণের পাল্টা Nadda-র

 

.