Adhir Chowdhuri | Mamata Banerjee: 'অধীরকে মাথা থেকে বের করে দাও', নেতা-কর্মীদের বললেন মমতা-অভিষেক!

লোকসভা ভোটে নজর মুর্শিদাবাদে।  'আমরা সবাই মিলে লড়াই করলে অধীর কোনও ফ্যাক্টর নয়', জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বার্তা তৃণমূল সুপ্রিমোর।

Updated By: Jan 19, 2024, 07:31 PM IST
Adhir Chowdhuri | Mamata Banerjee:  'অধীরকে মাথা থেকে বের করে দাও', নেতা-কর্মীদের বললেন মমতা-অভিষেক!

প্রবীর চক্রবর্তী ও সুতপা সেন:  'মাথা থেকে বের করে দাও'। লোকসভা ভোটে মুর্শিদাবাদে অধীর চৌধুরীকে গুরুত্ব দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়!দলের বৈঠকে তাঁর বার্তা, 'আমরা সবাই মিলে লড়াই করলে অধীর কোনও ফ্যাক্টর নয়'। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  Abhishek Banerjee | Supreme Court: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আবেদন ফেরত! সুপ্রিম কোর্টে জোর ধাক্কা অভিষেকের..

মিশন লোকসভা। ভোটের প্রস্তুতি ময়দানে নেমেছে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ব্যতিক্রম নয় তৃণমূল। কর্মিসভা করেছেন উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। এবার কালীঘাটে নিজের বাড়িতে  জেলাওয়াড়ি বৈঠক শুরু করেছেন মমতা। সঙ্গে অভিষেকও। আজ, বুধবার ডেকে পাঠানো হয়েছিল মুর্শিদাবাদের   বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাধিপতি, এমনকী সদস্যদেরও। 

কী আলোচনা হল? সূত্রের খবর, বৈঠকে  মুর্শিদাবাদের দলের দুই সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান। কিন্তু ভর্ৎসনার মুখে পড়েন হুমায়ুন কবীর! তাঁকে মমতা বলেন, 'সংবাদমাধ্যমের কাছে কম কথা বল'। কড়া বার্তা দেন অভিষেকও। তিনি বলেন, 'সোশ্যাল মিডিয়ায় কে কি করছ, সব আমার নজরে আছ। দল ব্যবস্থা নিতে পিছপা হবে না'।

আরও পড়ুন:  Dhupguri | Abhishek Banerjee: অবশেষে মহকুমা ধূপগুড়ি! 'কথা দিয়ে কথা রাখারই নামই তৃণমূল', এক্সে পোস্ট অভিষেকের..

এদিকে সাগরদিঘি উপনির্বাচনে জেতার পর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাইরন বিশ্বাস। দলবদলের পর তাঁর বাড়ি, গোডাউন, এমনকী হাসপাতালেও তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। সাগরদিঘির বিধায়ককে অভিষেক বলেন, 'কংগ্রেসে থাকাকালীন তোমার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি আসেনি। এখন আসছে।  বোঝার চেষ্টা কর, এর উদ্দেশ্য'। একই বার্তা দেন ডোমকলের বিধায়ককেও।

স্রেফ দলের বৈঠক নয়, এবার প্রশাসনিক বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্য়ায়। কবে? ২৪ জানুয়ারি বর্ধমান জেলায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেদিনই ফিরবেন কলকাতায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.