কৃষকের পাশে থাকলেও ভারত বনধকে সমর্থন নয়, জানালেন Mamata
বিল প্রত্যাহারের জন্য কেন্দ্রের কাছে আরও একবার দাবি করেছেন মমতা।
নিজস্ব প্রতিবেদন: তিনটি কৃষি বিল প্রত্যাহারের আগামিকাল, সোমবার দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। কংগ্রেস ও বামদলগুলি সমর্থন দিয়েছে এই বনধকে। কৃষকদের পাশে দাঁড়ালেও বাংলায় বনধবিরোধী যে অবস্থান নিয়ে সরকার, তাতে অনড় থাকবেন বলে রবিবার স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান,২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে বনধ সমর্থন করি না। তবে ইস্যুকে সমর্থন করছি।
তিনটি কৃষি বিল প্রত্যাহারের দাবিতে গতবছর থেকে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। সংযুক্ত কিষান মোর্চার তরফে সোমবার ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। তবে বনধ বিরোধী অবস্থান রাজ্য সরকারের। এক্ষেত্রেও সেই অবস্থানই ধরে রাখছে শাসক দল। রবিবার যদুবাবুর বাজারে উপভোটের প্রচারমঞ্চে তৃণমূল নেত্রী বলেন,''সারা ভারতে কৃষক আন্দোলন হচ্ছে। আমরা তাঁদের সমর্থন করছি। তিনটি বিল প্রত্যাহার করতে বলছি। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে বনধ সমর্থন করি না। কোনও বনধ করি না। পার্টির কেউ মারা গেলেও না। কিন্তু ইস্যুটাকে সমর্থন করি।''
বিল প্রত্যাহারের জন্য কেন্দ্রের কাছে আরও একবার দাবি করেছেন মমতা। বলেন,''কেন্দ্রীয় সরকার তিনটি বিল প্রত্যাহার করুক। কালা কানুন মানছি না। দরকার হলে পঞ্জাব, হরিয়ানায় যাওয়ার জন্য প্রস্তুত আমি।''
আরও পড়ুন- Congress পারবে না, TMC একাই কাফি: Mamata; মোদীর কথায় বিরোধী জোটে ফাটল ধরাচ্ছেন: Adhir
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)