নিজস্ব প্রতিবেদন: 'আমি ফিরে আসব।' সোমবার বিধানসভায় দৃঢ় প্রত্যয় দেখা গেল মমতার গলায় (Mamata Banerjee)। সোমবার ছিল বাজেট অধিবেশনের শেষ দিন। আর এরইসঙ্গে শেষ হল চলতি বিধানসভার মেয়াদ। রীতি মেনেই শেষ দিনে ফটো সেশনে সামিল হলেন মুখ্যমন্ত্রী-সহ বিধায়করা। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নির্দেশ মেনে 'ভিকট্রি সাইন' দেখান তৃণমূল বিধায়করা (TMC MLA)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন বিধানসভার অধিবেশনে বাজেটে প্রচুর প্রকল্প ঘোষণা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। বলেন,'আর তো ক'দিন মাত্র আছেন। তার আগে এত ঘোষণা?' তখন মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে জানান, 'আমরাই জিতে আসব। আর এমনভাবে জিতে আসব, অনেকদিন থাকব।' এরপর স্পিকারের ঘর ছেড়ে মুখ্যমন্ত্রী বেরানোর সময় তাঁর সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জনা কয়েক সদস্য। আগাম শুভেচ্ছাও জানান তাঁরা। মমতা (Mamata Banerjee) বলেন, 'আমি সবসময় খুব ইচিবাচক থাকি। আত্মবিশ্বাসীও। আমরাই জিতে আসব।'  


আরও পড়ুন- বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সাক্ষাৎ, TMC-তে ফিরছেন সুনীল সিং ও বিশ্বজিৎ দাস?


এ দিন ফটোসেশনে অংশ নেননি কংগ্রেস ও বাম বিধায়করা। তবে ছিলেন বিজেপি বিধায়করা। তৃণমূল বিধায়কদের 'ভিকট্রি সাইন' দেখাতে  নির্দেশ দেন মমতা। মুখ্যমন্ত্রী-সহ বিধায়করা 'ভিকট্রি সাইন' দেখিয়ে ছবি তোলেন।    



           
ফটোসেশন বয়কট নিয়ে বিরোধী দলনেতা আবদুল মান্নান (Abdul Mannan) বলেন,'পাঁচবছর বিরোধীদের মর্যাদা দেয়নি। প্রশাসনিক বৈঠকে ডাকেনি। এখন গণতান্ত্রিক দেখানোর জন্যে ফটোসেশন করছে। সেখানে আমরা যাব না। একইসুর বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) গলায়। তাঁর কথায়,'অগণতান্ত্রিক সরকারের সঙ্গে একফ্রেমে থাকব না।' 


আরও পড়ুন- বাকস্বাধীনতা-ভীতিপ্রদর্শনের কথা বলছিলেন Derek; ভাবছিলাম বাংলার কথা বলছেন: Modi