বাকস্বাধীনতা-ভীতিপ্রদর্শনের কথা বলছিলেন Derek; ভাবছিলাম বাংলা সম্পর্কে বলছেন: Modi
কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, 'কংগ্রেস সাংসদ প্রতাপ সিং বাজওয়া এতক্ষণ ধরে এক লম্বা বক্তব্য রাখছিলেন। উনি এমন সব তথ্য দিচ্ছিলেন যে মনে হচ্ছিল এক্ষুনি দেশে জরুরি অবস্থা জারি হবে
নিজস্ব প্রতিবেদন: নয়া কৃষি আইনের পক্ষে সওয়াল করতে গিয়ে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী।
রাজ্যসভায় আজ রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপনের শুরু থেকেই বিরোধীদের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন মোদী। বাকস্বাধীনতার প্রশ্নে তীব্র শ্লেষে বিঁধলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে।
আরও পড়ুন-'মিথ্যুক মোদী', কিষান নিধিতে প্রধানমন্ত্রীর দাবি খণ্ডন মমতার
#WATCH: Prime Minister Narendra Modi speaks about TMC MP Derek O'Brien and Congress MP Partap Singh Bajwa who spoke in Rajya Sabha, ahead of his reply to the Motion of Thanks on the President's Address.
(Video Source: Rajya Sabha TV) pic.twitter.com/0Jq60p6Frb
— ANI (@ANI) February 8, 2021
তৃণমূল সাংসদের ভাষণের পর প্রধানমন্ত্রী বলেন, 'ডেরেকের(Derek O'Brain) বক্তব্য শুনছিলাম। বাক স্বাধীনতা, ভীতিপ্রদর্শন-এর মতো কঠিন সব শব্দ ব্যবহার করছিলেন। ওঁর কথা শুনে ভাবছিলাম উনি বাংলার কথা বলছেন নাকি দেশের কথা বলছেন? খুব স্বাভাবিক ওখানে ২৪ ঘণ্টা ওইসবই দেখেন, শোনেন। হয়তো ভুল করে ওই কথাই এখানে বলে ফেলেছেন। ডেকের যা বলছেন তা বাংলার(Bengal) জন্য প্রযোজ্য।'
বাংলায় বিরোধীদের উপরে হামলা, মিথ্যে মামলা দেওয়া, প্রশাসনের রাজনীতিকরণ-সহ বিজপি একাধিক অভিযোগ তোলে তৃণমূল সরকারের বিরুদ্ধে। প্রায় সেই কথাই টেনে আনলেন প্রধানমন্ত্রী। নয়া কৃষি আইন নিয়ে কংগ্রেসকেও নিশানা করেন মোদী। বলেন,মনমোহনজির আমলে দেশের কৃষি বাজার উন্মক্ত করার ব্যাপারে সওয়াল করা হয়েছিল। শরদ পাওয়ারও তাকে সমর্থন করেন। এখন উল্টো গাইছে কংগ্রেস। সরকার চায় কৃষকদের আয় বাড়াতে। এমএসপি(MSP) ছিল, থাকবে। কৃষকদের কাছে আবেদন, আন্দোলন থেকে সরে আসুন, আলোচনা করুন। কৃষিতে সংস্কারের সুযোগ দিন।
আরও পড়ুন-বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সাক্ষাৎ, TMC-তে ফিরছেন সুনীল সিং ও বিশ্বজিৎ দাস?
কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, 'কংগ্রেস সাংসদ প্রতাপ সিং বাজওয়া এতক্ষণ ধরে এক লম্বা বক্তব্য রাখছিলেন। উনি এমন সব তথ্য দিচ্ছিলেন যে মনে হচ্ছিল এক্ষুনি দেশে জরুরি অবস্থা জারি হবে। দেশের কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর(Narendra singh Tomar) কৃষকদের সঙ্গে কথা বলছেন। সংসদ থেকে আন্দোলনকারী কৃষকদের বলতে চাই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে।'