নিজস্ব প্রতিবেদন: মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay) মেয়াদ বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে (PM Modi) চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করোনা পরিস্থিতির মোকাবিলায় তাঁর মতো অফিসার দরকার বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।                 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি মাসেই অবসর নেওয়ার কথা মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay)। তাঁর চাকরিজীবনের মেয়াদ বৃদ্ধি করতে তৎপর হলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) লেখা এই মর্মে চিঠিতে মমতার যুক্তি, কোভিড পরিস্থিতি সামাল দিতে হলে আলাপনের মতো দক্ষ অফিসার দরকার। তাঁর মেয়াদ ৬ মাস বাড়ানো হোক বলে আর্জি করেছেন মমতা।     


নিয়ম অনুযায়ী, এই ধরনের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে দরকার দিল্লির অনুমোদন। ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর তৎকালীন মুখ্যসচিব সমর ঘোষের কার্যকাল আরও ৬ মাস বাড়িয়েছিলেন মমতা। তৃতীয়বার ফিরে কঠিন পরিস্থিতিতে অভিজ্ঞ আধিকারিকের উপরেই আস্থা রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন- 'একতরফা সিদ্ধান্ত থেকে বিরত থাকুন', রাজ্যপালের কোচবিহার সফরে আপত্তি Mamata-র