'একতরফা সিদ্ধান্ত থেকে বিরত থাকুন', রাজ্যপালের কোচবিহার সফরে আপত্তি Mamata-র

আগামিকাল, বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসা দেখতে কোচবিহারে (Cooch Behar) যাবেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। 

Updated By: May 12, 2021, 09:06 PM IST
'একতরফা সিদ্ধান্ত থেকে বিরত থাকুন', রাজ্যপালের কোচবিহার সফরে আপত্তি Mamata-র

নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসা দেখতে ঘটনাস্থলে যেতে চেয়েছিলেন। রাজ্য সরকার ব্যবস্থা করেনি। সোমবার মন্ত্রিসভার শপথগ্রহণের পরই সাংবাদিক বৈঠক ডেকে অভিযোগ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তদসত্ত্বেও তিনি যাবেন বলে জানিয়ে দিয়েছিলেন। ফলে সঙ্কেত ছিলই। তাই-ই হল। মমতার তৃতীয় ইনিংসের শুরুতেই রাজ্যপালের কোচবিহার সফর নিয়ে আরও একবার সংঘাতের আবহ। বুধবার চিঠি দিয়ে জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) আপত্তির কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লিখেছেন, দীর্ঘ কয়েক দশকের রীতি ভেঙে একতরফাভাবে কোচবিহারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল।      

আগামিকাল, বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসা দেখতে কোচবিহারে যাবেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তার মধ্যে রয়েছে মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা-সহ একাধিক জায়গা। টুইট করে তা জানিয়ে দিয়েছেন রাজ্যপাল। তাঁকে রাজ্য স্বরাষ্ট্র দফতরের ১৯৯০ সালের 'ম্যানুয়্যাল অফ প্রোটোকল অ্যান্ড সেরিমনিয়্যালস' স্মরণ করিয়ে চিঠি দিলেন মমতা (Mamata Banerjee)। তিনি লিখেছেন, ''রাজ্য সরকারের অনুমতিক্রমে রাজ্যপালের জেলা সফর চূড়ান্ত করেন সচিব। রাজ্য সরকার, সংশ্লিষ্ট ডিভিশনের কমিশনার ও জেলা শাসকের সঙ্গে আলোচনা করতে হয় তাঁকে।'' 

রাজ্যপালের টুইট দেখে চিঠি লিখেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তাঁর কথায়, ''আপনি একতরফা কোচবিহার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এটা সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি। আমার মনে হয়েছে, এতে দীর্ঘ কয়েক দশক ধরে চলে আসা রীতি ভঙ্গ হয়েছে। আমি আপনাকে অনুরোধ করব, উপরোক্ত রীতি মেনে চলুন। মর্জিমাফিক সিদ্ধান্ত থেকে বিরত থাকুন।''

গতবছর ২৬ সেপ্টেম্বরের চিঠির কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন,''আমি আপনাকে অনুরোধ করেছিলাম, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদের এড়িয়ে রাজ্য প্রশাসনকে নির্দেশ দেবেন না। সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে সরকারি আধিকারিকদের ডাকছেন। পরামর্শ অগ্রাহ্য করে চলেছেন আপনি। প্রশাসনের কাছ থেকে রিপোর্টও চাইছেন। অনুরোধ ও পরামর্শ দিচ্ছি, এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। আমি মুখ্যসচিবকে রীতি মেনে চলার নির্দেশ দিচ্ছি।''

আরও পড়ুন- টিকা উৎপাদন বা শাখা খোলার জন্য জমি দিতে রাজি, Modi-কে প্রস্তাব Mamata-র
 

 

.