এবার কালামের জন্য ফেসবুকে মুখ্যমন্ত্রী

মুলায়ম সিং যাদবকে সঙ্গে নিয়ে কংগ্রেস নেতৃত্বের উপর চাপ তৈরির চেষ্টা কাজে আসেনি একেবারেই। বরং জাতীয় রাজনীতিতে প্রায় নিসঙ্গ হয়ে পড়েছেন তিনি। এই পরিস্থিতিতে এপিজে আবদুল কালামের হয়ে সোশ্যাল নেটওয়ার্কে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক-এর পোস্টে তাঁর বক্তব্য দেশের মানুষকে জানিয়েছেন তিনি।

Updated By: Jun 16, 2012, 02:04 PM IST

মুলায়ম সিং যাদবকে সঙ্গে নিয়ে কংগ্রেস নেতৃত্বের উপর চাপ তৈরির চেষ্টা কাজে আসেনি একেবারেই। বরং জাতীয় রাজনীতিতে প্রায় নিসঙ্গ হয়ে পড়েছেন তিনি। এই পরিস্থিতিতে এপিজে আবদুল কালামের হয়ে সোশ্যাল নেটওয়ার্কে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক-এর পোস্টে তাঁর বক্তব্য দেশের মানুষকে জানিয়েছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ, সাধারণ মানুষই নির্বাচিত প্রতিনিধিদের বলুন, তাঁরা যেন কালামের পক্ষে ভোট দেন। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম এখনও পর্যন্ত রাইসিনা হিলের দৌড়ে প্রণব মুখার্জির প্রতিদ্বন্দ্বী হওয়ার বিষয়ে কোনও ইঙ্গিতই দেননি। এই পরিস্থিতিতে ভারতের `মিসাইল ম্যান`-এর পক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর স্বতপ্রণোদিত অন্তর্জাল প্রচার ঘিরে স্বভাবতই বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফে মুখ্যমন্ত্রীর এই ফেসবুক-প্রচারকে `দিশাহীন রাজনীতি` বলে বর্ণনা করেছেন।

.