পার কর আমারে

বামনগাছিতে প্রতিবাদী কলেজছাত্রের নৃশংস মৃত্যু। খাস কলকাতার বুকে বেলেঘাটায় বোমাবাজি। মূল অভিযুক্ত হয়েও চার্জশিট থেকে বাদ যাচ্ছে অনুব্রত মণ্ডল, মনিরুল ইসলাম, ঊষারানি মণ্ডলের মতো শাসকদলের দাপুটে নেতানেত্রীর নাম। আইন-শৃঙ্খলা সমস্যায় রাজ্য যখন জেরবার, তখন আশ্চর্যজনক ভাবে নীরব রাজ্য প্রশাসন। কঠিন সময়েও সরকার ব্যস্ত উত্সব আর অনুষ্ঠান নিয়ে।

Updated By: Jul 7, 2014, 08:18 PM IST

বামনগাছিতে প্রতিবাদী কলেজছাত্রের নৃশংস মৃত্যু। খাস কলকাতার বুকে বেলেঘাটায় বোমাবাজি। মূল অভিযুক্ত হয়েও চার্জশিট থেকে বাদ যাচ্ছে অনুব্রত মণ্ডল, মনিরুল ইসলাম, ঊষারানি মণ্ডলের মতো শাসকদলের দাপুটে নেতানেত্রীর নাম। আইন-শৃঙ্খলা সমস্যায় রাজ্য যখন জেরবার, তখন আশ্চর্যজনক ভাবে নীরব রাজ্য প্রশাসন। কঠিন সময়েও সরকার ব্যস্ত উত্সব আর অনুষ্ঠান নিয়ে।

বামনগাছিতে প্রতিবাদী কলেজ ছাত্রের মৃত্যুর পর পেরিয়ে গেছে অনেকটা সময়। প্রশাসনে আস্থা না থাকায়, দুষ্কৃতী তাণ্ডব ঠেকাতে পথে নেমেছে আমজনতা। কিন্তু রাজ্য সরকারের তরফে কোনও প্রতিনিধি এখনও পর্যন্ত নিহত সৌরভ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে উঠতে পারেনি।

বামনগাছি যাওয়ার সময় না হলেও সোমবার রাজ্য প্রশাসনের প্রধান এবং শীর্ষ কর্তাদের দেখা গেল পুরোদস্তুর বেসরকারি একটি অনুষ্ঠানে। কেমন সেই অনুষ্ঠান? ইন্ডিয়ান সুপার লিগে এই শহরের দল অ্যাটলেটিকো ডি কলকাতা। পুরোদস্তুর একটি বেসরকারি ফুটবল দল। খেলবেও বেসরকারি ক্লাব টুর্নামেন্টে। সোমবার নবান্নের পাশে সরকারি জায়গায় ঘটা করে জার্সি উন্মোচন হল এই দলের।

রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে হাজির মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে পুলিস কমিশনার, পুরমন্ত্রী, কে নেই সেখানে! ফুটবলের মঞ্চে রাজ্য প্রশাসনের এমন উপস্থিতি দেখে অনেকেই অবাক। তার কারণ এই সময়। অনুব্রত থেকে মনিরুল, তাপস পাল থেকে অরূপ চক্রবর্তী। একের পর এক ঘটনায় এমনিতেই তপ্ত রাজ্যের পরিস্থিতি। আমডাঙা, সন্দেশখালি, ইলামবাজার, পারুইয়ের মতো বিভিন্ন জায়গায় শাসকদলের হাতে আক্রান্ত হচ্ছেন বিরোধী কর্মী সমর্থকরা। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলেই মর্মান্তিক পরিণতি হচ্ছে প্রতিবাদীর। আইন-শৃঙ্খলা ইস্যুতে রাজ্য যখন এমন একটা কঠিন সময়ে দাঁড়িয়ে, তখন স্বরাষ্ট্রসচিব, ডিজি, পুলিস কমিশনারকে দেখা গেল ফুটবলের মঞ্চে।

এটাই অবশ্য প্রথম নয়। এর আগে দু-দুবার সরকারি অর্থ ব্যয় করে কলকাতা নাইট রাইডার্সের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। কঠিন সময়ে উত্সব যাপনের সরকারি অভ্যেসটা যে বদলায়নি, আরও একবার তা সামনে চলে এল।

.