রাহুলকে বসন্তের কোকিল বলে কটাক্ষ মমতার
রাজ্যে পা দিয়ে আজ তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধী। তার জবাব দেওয়ার জন্য নকশালবাড়ির সভাকে বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুইফোঁড় নেতা, হঠাত্ ভোটের সময় এসে ভাষণ দিয়ে চলে যাওয়াটাই কাজ।
------------------------------------------------------------------
রাজ্যে পা দিয়ে আজ তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধী। তার জবাব দেওয়ার জন্য নকশালবাড়ির সভাকে বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুইফোঁড় নেতা, হঠাত্ ভোটের সময় এসে ভাষণ দিয়ে চলে যাওয়াটাই কাজ।
যে ভাষণের গোটাটাই মিথ্যে। এই ভাষাতেই আজ কংগ্রেস সহ-সভাপতির বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। আরও একবার তিনি রাহুল গান্ধীর তুলনা করেছেন বসন্তের কোকিলের সঙ্গে। দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইচুং ভুটিয়ার সমর্থনে এদিন নকশালবাড়িতে সভা করেন মুখ্যমন্ত্রী। তবে সভার সিংহভাগ জুড়েই ছিল নাম না করে কংগ্রেস সহ-সভাপতিকে আক্রমণ।
এদিকে, রাজ্যে প্রথম কর্মিসভাতেই তৃণমূল সরকারের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানালেন রাহুল গান্ধী। নকশালবাড়ির জনসভায় পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাহুলের অভিযোগ, বিভিন্ন প্রকল্পে যথেষ্ট টাকা দেয় দিল্লি। কিন্তু সেই টাকা খরচই করতে পারে না রাজ্য সরকার। তৃণমূল নেত্রীর পাল্টা জবাব, টাকা দেওয়া দূরের কথা, রাজ্যকে বঞ্চিত করতে সুদের নামে কোটি কোটি টাকা কেটে নিচ্ছে কেন্দ্র। কংগ্রেসের সহ সভাপতিকে ভুঁইফোড় নেতা বলেও কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী।