ওয়েব ডেস্ক: দোরগোড়ায় ভোট। বিরোধীরা যখন জোটের জটই কাটিয়ে উঠতে পারেনি, তখন পুরোদমে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় পদযাত্রা দিয়ে প্রচার কর্মসূচি শুরু করে  উত্তরবঙ্গ, হাওড়া হয়ে আজ ফের কলকাতায় মমতা। দক্ষিণ কলকাতায়  তৃণমূল প্রার্থীদের সমর্থনে দুপুরে মিছিল, বালিগঞ্জ ফাঁড়ি থেকে যদুবাবুর বাজার পর্যন্ত। হাজরা রোড, শরত্‍ বোস রোড চক্রবেড়িয়া হয়ে মিছিল যাবে ভবানীপুরে। মিছিলে থাকবেন তৃণমূলের শীর্ষ স্তরের নেতামন্ত্রীরা। শহরের ভোট দাতাদের সঙ্গে জনসংযোগ বাড়াতেই দক্ষিণ কলকাতার অভিজাত এলাকায় আজ কর্মসূচি তৃণমূল নেত্রীর।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৪ এপ্রিল প্রথম দফার ভোট। তার আগে প্রচারে বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন যত এগিয়ে আসছে, তত ছোটার গতি বাড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। চষে ফেলছেন উত্তর থেকে দক্ষিণ। হাঁটছেন মাইলের পর মাইল।  প্রথম দফায় ভোট জঙ্গলমহলে। তাই উত্তরবঙ্গে প্রচার সেরে এবার  জঙ্গলমহলে পাখির চোখ মমতার।


২৫ মার্চ মমতার প্রচার রয়েছে মেদিনীপুর, শালবনি, ঝাড়গ্রামে।  পরেরদিন আরও তিন প্রচার। বিনপুর, নয়াগ্রাম এবং গোপীবল্লভপুরে প্রচারসভা রয়েছে ।


৩০ মার্চ খড়্গপুর শহরে সভা ।


৩১ মার্চ দাঁতন, কেশিয়ারি এবং খড়্গপুর গ্রামীণ এলাকায় প্রচার দিয়ে প্রথম দফার প্রচার শেষ করবেন তৃণমূল নেত্রী।