উন্নয়ন ইস্যুতে মোদীকে কটাক্ষ মমতার

উন্নয়নের মডেল ইস্যুতে নাম না করে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্‍কারে তাঁর দাবি, গুজরাটের চেয়ে বাংলার উন্নয়নের মডেল অনেক ভাল। এই মডেলে মানুষ অনেক বেশি উপকৃত বলেও দাবি করেছেন তিনি। তৃণমূল নেত্রীর মন্তব্য, পরিস্থিতির কারণেই বাংলা এবং গুজরাটের উন্নয়ন মডেলের মধ্যে বিস্তর ফারাক রয়েছে।

Updated By: Mar 9, 2014, 08:25 PM IST

উন্নয়নের মডেল ইস্যুতে নাম না করে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্‍কারে তাঁর দাবি, গুজরাটের চেয়ে বাংলার উন্নয়নের মডেল অনেক ভাল। এই মডেলে মানুষ অনেক বেশি উপকৃত বলেও দাবি করেছেন তিনি। তৃণমূল নেত্রীর মন্তব্য, পরিস্থিতির কারণেই বাংলা এবং গুজরাটের উন্নয়ন মডেলের মধ্যে বিস্তর ফারাক রয়েছে।

মমতা ব্যানার্জির দাবি, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার সময় সামনে ছিল বিপুল পরিমাণ ঋণের বোঝা, জঙ্গলমহল এবং পাহাড়ের সমস্যা। এর ওপর ৩৪ বছরের বাম শাসনে সব দিক থেকে পিছিয়ে পড়েছিল রাজ্য।সেসবের মোকাবিলা করেই উন্নয়নের পথে এগাতে হয়েছে তাঁর সরকারকে। অন্য কাউকে এসব সমস্যার মোকাবিলা করতে হয়নি বলে দাবি করেছেন তিনি। এরপরেই বিভিন্ন তথ্য উল্লেখ করে তিনি দাবি করেন পশ্চিমবঙ্গের উন্নয়নের মডেল তুলনায় অনেক ভাল।

.