"মুখ্যমন্ত্রীর মন্তব্যে প্রভাবিত হবে তদন্ত"

মঙ্গলবার পুলিসের লাঠির ঘায়ে আহত সুদীপের মৃত্যুর দিনে উত্‍সবে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। আবার আজ এই মৃত্যু নিয়ে তিনি আগাম মন্তব্য করে বসলেন। এতে প্রভাবিত হবে তদন্ত। আজ এই প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু।

Updated By: Apr 3, 2013, 08:45 PM IST

মঙ্গলবার পুলিসের লাঠির ঘায়ে আহত সুদীপের মৃত্যুর দিনে উত্‍সবে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। আবার আজ এই মৃত্যু নিয়ে তিনি আগাম মন্তব্য করে বসলেন। এতে প্রভাবিত হবে তদন্ত। আজ এই প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু।
এদিকে কাল, ৪ এপ্রিল রাজ্যের সর্বত্র ধিক্কার মিছিল হবে। ওই দিনই টালিগঞ্জ-গড়িয়া এলাকায় ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট।

.