জার্সি বদলালেন মানস ভুঁইঞা, 'তৃণমূলই এখন আসল কংগ্রেস' বললেন সবংয়ের বিধায়ক
জার্সি বদলে ফেললেন মানস ভুঁইঞা। যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে । একইসঙ্গে ধস নামল প্রদেশ কংগ্রেসে। মানস ভুইঞাঁর সঙ্গেই আজ তৃণমূল যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরাব। জার্সি বদলের আগে পর্যন্ত তিনি প্রদেশ কংগ্রেসের অন্যতম সহ সভাপতির দায়িত্বে ছিলেন। মানস, সোহরাব ছাড়াও খালেক ইবাদুল্লা, অজয় ঘোষ ছাড়াও একগুচ্ছ নেতা ঘাসফুলে নাম লেখালেন। দল ছাড়লেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক কনক দেবনাথও।
![জার্সি বদলালেন মানস ভুঁইঞা, 'তৃণমূলই এখন আসল কংগ্রেস' বললেন সবংয়ের বিধায়ক জার্সি বদলালেন মানস ভুঁইঞা, 'তৃণমূলই এখন আসল কংগ্রেস' বললেন সবংয়ের বিধায়ক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/19/66327-manas.jpg)
ওয়েব ডেস্ক: জার্সি বদলে ফেললেন মানস ভুঁইঞা। যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে । একইসঙ্গে ধস নামল প্রদেশ কংগ্রেসে। মানস ভুইঞাঁর সঙ্গেই আজ তৃণমূল যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরাব। জার্সি বদলের আগে পর্যন্ত তিনি প্রদেশ কংগ্রেসের অন্যতম সহ সভাপতির দায়িত্বে ছিলেন। মানস, সোহরাব ছাড়াও খালেক ইবাদুল্লা, অজয় ঘোষ ছাড়াও একগুচ্ছ নেতা ঘাসফুলে নাম লেখালেন। দল ছাড়লেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক কনক দেবনাথও।
তৃণমূল কংগ্রেসই এখন আসল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস ভবন এখন ভুতুড়ে বাড়ি। দল ছেড়েই মানস ভুঁইঞার নিশানায় কংগ্রেস। অধীর-মান্নানকে জগাই মাধাই বলতেও ছাড়লেন না তিনি।