অয়ন ঘোষাল: আগামী মঙ্গলবার থেকে শুক্রবার। বাতিল একাধিক লোকাল ট্রেন। ঘুরপথে চলবে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন! হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ব্যাহত হতে পারে পরিষেবা। যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন এমন পরিস্থিতি? পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বারুইপাড়া ও চন্দনপুর স্টেশনের মাঝে চতুর্থ লাইনে কাজ চলবে। সঙ্গে বারুইপাড়া, কামারকুণ্ডু ও চন্দনপুরে স্টেশনে ইন্টারলকিংয়ের কাজও। সেকারণেই ২৯ নভেম্বর, মঙ্গলবার থেকে ২ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত ওই লাইনে একাধিক লোকাল ট্রেন। যাত্রাপথ বদলে গিয়েছে দূরপাল্লার ট্রেনের।


ঘুরপথে চলবে ট্রেন
---
হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস
হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস
হাওড়া আগ্রা এক্সপ্রেস
হাওড়া-গোয়ালিয়র চম্পল এক্সপ্রেস
হাওড়া-ইন্ডোর এক্সপ্রেস
হাওড়া-মথুরা চম্পল এক্সপ্রেস


এদিকে কুয়াশার কারণেও আবার একাধিক দূরপাল্লা ট্রেন বাতিল করেছে পূর্ব রেল ও নর্থ ফ্রন্টিয়ার রেলও। রেলের দাবি, কুয়াশার কারণে ট্রেন এতটাই লেট হয়ে যায় যে, বিষয়টি কার্যত হাতে বাইরে চলে যায়। ফলে আপাতত পূর্ব রেলে  ১ ডিসেম্বর থেকে ২ মার্চ পর্যন্ত  ও নর্থ ফ্রন্টিয়ার রেলে  ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি বাতিল একাধিক দূরপাল্লা ট্রেন। 


আরও পড়ুন: রাজ্যে এই প্রথম ভালুক গণনা করতে চলেছে বন দফতর! ডিসেম্বরেই শুরু হবে কাজ...


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)