রাজ্যে এই প্রথম ভালুক গণনা করতে চলেছে বন দফতর! ডিসেম্বরেই শুরু হবে কাজ...
Bears Counting in Bengal: শীত পড়তেই বাড়ছে ভালুকের আগমন। যা নিয়ে চিন্তিত বন দফতর। কেন বাড়ছে ভালুকের আগমন তার কারণ খোঁজার পাশাপাশি রাজ্যে এই প্রথম ভালুক-গণনার কাজ করতে চলেছে বন দফতর।
অরূপ বসাক: শীত পড়তেই বাড়ছে ভালুকের আগমন। যা নিয়ে চিন্তিত বন দফতর। কেন বাড়ছে ভালুকের আগমন তার কারণ খোঁজার পাশাপাশি রাজ্যে এই প্রথম ভালুক-গণনার কাজ করতে চলেছে বন দফতর। গত বছর প্রথম ভালুক দেখা যায় মালবাজার মহকুমার মেটেলি ব্লকের ইংডং চা-বাগান এলাকায়। এরপর ভালুক দেখা যায় ডুয়ার্সের মালবাজার, মাদারিহাট, বক্সা-সহ বেশ কয়েকটি এলাকায়।
1/6
ভালুক-মানুষ সংঘাত
2/6
১৫ দিনেই ৬টি ভালুক উদ্ধার
মালবাজার শহরে ভালুক একটি বাড়িতে ঢুকে পড়েছিল। বাড়িটিতে অনুষ্ঠান লেগেই থাকে। দিনকয়েক আগেই মেটেলি, মালবাজার, মাদারিহাট-সহ বেশ কয়েকটি চা-বাগানে ভালুকের দেখা মিলেছিল। এর মধ্যে গত ১৫ দিনেই ৬টি ভালুক উদ্ধার করেছে বন দফতর! আটিয়াবাড়ি চা-বাগান থেকে ১টি, লতাবাড়ি থেকে ৩টি, মেন্দাবাড়ি বনবস্তি থেকে ২টি। এর মধ্যে ১টি ভালুককে বেঙ্গল সাফারিতে রাখা হয়েছে। বাকি ৪টিকে ছেড়ে দেওয়া হয়েছে।
photos
TRENDING NOW
3/6
মূর্তি টেন্ট ক্যাম্পে প্রশিক্ষণ শুরু
4/6
ডুয়ার্স জুড়ে গণনা
5/6
খাঁচা পেতে
6/6
খুশি পরিবেশপ্রেমীরা
photos