মন্ত্রিত্ব খোয়াতে পারেন আরও অনেকে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দফতর ধরে ধরে রাজ্য সরকারের কাজের মূল্যায়ণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা করতে গিয়ে মন্ত্রীদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। পারফরম্যান্স ভাল না হলে, আরও অনেককেই যে মন্ত্রিত্ব খোয়াতে হতে পারে, তার ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রীর কথায়।

Updated By: May 28, 2014, 09:40 PM IST

দফতর ধরে ধরে রাজ্য সরকারের কাজের মূল্যায়ণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা করতে গিয়ে মন্ত্রীদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। পারফরম্যান্স ভাল না হলে, আরও অনেককেই যে মন্ত্রিত্ব খোয়াতে হতে পারে, তার ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রীর কথায়।

মলয় ঘটকের মন্ত্রিত্ব গেছে। সুব্রত সাহা, সাবিত্রী মিত্ররা এখন দফতর বিহীন মন্ত্রী। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কোনও রকমে টিকে রয়েছেন গুরুত্বহীন একটি দফতরে। এদের অপরাধ, দলের প্রার্থীদের এঁরা জেতাতে পারেননি কেউই। দলের প্রার্থীকে না জেতাতে পারলে মন্ত্রিত্ব যাবে কেন? এপ্রশ্নকে জিইয়ে রেখেই বুধবার টাউনহলে মন্ত্রীদের মূল্যায়ণ বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। কোনও দফতর পেল একশোতে ৮৯, কেউ আবার একশোয় ৬১। সরকারের কাজের মূল্যায়ণে রয়েছে গ্রেডেশনও। একসেলেন্ট, ভেরি গুড, গুড এবং পুওর।

মুখ্যমন্ত্রীর একসেলেন্ট দফতর

পূর্ত, সেচ, নগরোন্নয়ন, কৃষি, পঞ্চায়েত, ক্রীড়া, তথ্য-প্রযুক্তি, ক্রেতা সুরক্ষা

খারাপ পারফরম্যান্স করেছে পরিবেশ, মাস এডুকেশন, ল এবং আরও দু-একটি দফতর

মুখ্যমন্ত্রীর মার্কশিটে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তাদের লক্ষ্যপূরণে ব্যর্থ।

বৈঠকে মুখ্যমন্ত্রী সবাইকে সতর্ক করে বলেছেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে টাস্কফোর্সকে স্বাধীন ভাবে কাজ করতে দিতে হবে। দোসরা জুন থেকে ফের জেলা ধরে ধরে সফরে যাবেন মুখ্যমন্ত্রী।

.