নিজস্ব প্রতিবেদন: তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় বিজেপি নেতা ও দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর বিরুদ্ধে মানহানির মামলা করছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। সিপিএম নেতাকে আইএসআইয়ের এজেন্ট হিসেবে উল্লেখ করেন সায়ন্তন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-গান্ধী সংকল্প যাত্রায় ২ প্রাক্তন কংগ্রেস নেতার কাঁধেই দায়িত্ব অর্পণ বিজেপির


কেন এমন মন্তব্য? প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে উদ্ধৃত করে গত ৫ অক্টোবর একটি টুইট করেন মহম্মদ সেলিম। তারই জেরে গত শনিবার সেলিমের টুইটার হ্যান্ডেল ব্লক করে দেয় টুইটার কর্তৃপক্ষ। তার পরই সেলিমের বিরুদ্ধে ওই মন্তব্য করেন সায়ন্তন।


সায়ন্তন বসু সেলিমের টুইটার হ্যান্ডেল ব্লক করা প্রসঙ্গে বলেন, আইএসআই এজেন্ট হিসেবে পরিচিতি রয়েছে সেলিমের। ওর টুইটার অ্যাকাউন্ট ব্লক করে ঠিক কাজ করেছে কর্তৃপক্ষ।



আরও পড়ুন-সিভিক ভলান্টিয়ারের মারে মৃত্যুর অভিযোগ, পুলিস ফাঁড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা


বিষয়টি নিয়ে রবিবার মহম্মদ সেলিম জানান, তিনি বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন। সোমবার কলকাতায় ফিরে আইনজীবীদের সঙ্গে কথা বলে মানহানির মামলা করবেন। খবরটি প্রকাশিত হয়েছে দুটি দৈনিকে। তাদের বিরুদ্ধেও মামলা করা হবে বলে জানা যাচ্ছে।