সিন্ডিকেটের গুন্ডামিতে বন্ধ হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ

ঘটনায় মুখ খুলতে নারাজ স্থানীয় তৃণমূল বিধায়করা। ফুলবাগান মেট্রো স্টেশন বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের মধ্যে। সেখানকার বিধায়ক পরেশ পালের দাবি, এসব কিছুই জানেন না তিনি। যারা গুন্ডামি করছে তারা কেউ তাঁর পরিচিত নন।

Updated By: Jul 1, 2018, 10:17 AM IST
সিন্ডিকেটের গুন্ডামিতে বন্ধ হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ

নিজস্ব প্রতিবেদন: সিন্ডিকেটের গুন্ডামিতে এবার বন্ধ হয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। দুই গোষ্ঠী শাসানি ও গুন্ডামিতে অতিষ্ঠ হয়ে ফুলবাগানে মেট্রোর কাজ বন্ধ করলেন আধিকারিকরা। ফুলবাগান থানায় অভিযোগও দায়ের হয়েছে ঠিকাদার সংস্থার তরফে। পুলিসের যদিও দাবি, এমন কিছুই ঘটেনি। 

ঠিকাদার সংস্থার তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে ফুলবাগান মেট্রোর নির্মাণসামগ্রী সরবরাহ নিয়ে সিন্ডিকেটের দু'টি গোষ্ঠীর রেষারেষি চলছিল। গত ২৯ জুন তা চরমে পৌঁছয়। বালি বোঝাই ২টি লরিকে নির্মাণসামগ্রী ফেলতে বাধা দেয় সিন্ডিকেটের একটি গোষ্ঠী। এর পরেই কাজ বন্ধের সিদ্ধান্ত নেন ঠিকাদার সংস্থার আধিকারিকরা। 

নির্মাণকর্মীদের অভিযোগ, নির্মাণস্থলে কাজের পরিবাশ নেই। গুন্ডাদের হুমকি ও শাসানিতে সর্বত্র আতঙ্ক। ফলে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছেন তাঁরা। পুলিসের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও ঘটনার ২ দিন পরেও কোনও পদক্ষেপ করা হয়নি। 

আধার-প্যানকার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়ল

ঘটনায় মুখ খুলতে নারাজ স্থানীয় তৃণমূল বিধায়করা। ফুলবাগান মেট্রো স্টেশন বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের মধ্যে। সেখানকার বিধায়ক পরেশ পালের দাবি, এসব কিছুই জানেন না তিনি। যারা গুন্ডামি করছে তারা কেউ তাঁর পরিচিত নন। ওদিকে একালাটি তাঁর এক্তিয়ারভুক্ত নয় বলে দায় ঝেড়েছেন পার্শ্ববর্তী এলাকার তৃণমূলি বিধায়ক তথা মন্ত্রী সাধন পাণ্ডে। 

.