নিজস্ব প্রতিবেদন: রবীন্দ্র সদনে মেট্রোয় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। আর তার জেরে অফিস ফিরতি সময়ে বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের মেট্রো পরিষেবা।                    

বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে ডাউনে লাইনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। ওই ব্যক্তি বেঁচে আছেন কিনা তা জানা যায়নি। আপাতত ট্রেনটি সেখানেই থমকে রয়েছে। ওই ব্যক্তির দেহটি বের করার চেষ্টা চলছে। বেঁচে থাকলে তাঁকে চিকিত্সার জন্য পাঠানো হবে।      

রবীন্দ্র সদনে ট্রেন থমকে যাওয়ায় অফিস ফিরতি সময়ে সেন্ট্রাল থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল আপাতত বন্ধ।  সেন্ট্রাল থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো চলাচল করছে। এদিকে টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে ট্রেন।

English Title: 
Metro Services stops from central to tollygunj
News Source: 
Home Title: 

অফিস ফিরতি ব্যস্ত সময়ে সেন্ট্রাল থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল    

অফিস ফিরতি ব্যস্ত সময়ে সেন্ট্রাল থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল
Yes
Is Blog?: 
No