কলকাতা: চাঁদনি চক স্টেশনে মেট্রো বিভ্রাটে আতঙ্ক ছড়ানোর পর ফের বন্ধ মেট্রো। এসপ্ল্যানেড স্টেশনে আত্মহত্যার ঘটনার জেরে কিছু মিনিটের ব্যাবধানে দু'বার বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। কবি সুভাষ গামী ট্রেনের সামনে আত্মহত্যা করেন এক যুবক। তার জেরেই বন্ধ হয়ে যায় পরিষেবা। এখন ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত চলছে ট্রেন ।

রবিবার ছুটির দিন হলেও ঈদেরকেনাকাটার জন্য বহু মানুষ ধর্মতলা চত্বরে আসছিলেন। সেই কারণে বিপাকে পড়েন তাঁরাও। মেট্রো পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে কতৃপক্ষ।

(বিস্তারিত কিছু পরে)

 

English Title: 
Metro sucidei stop row
News Source: 
Home Title: 

এসপ্ল্যানেড স্টেশনে আত্মহত্যা, বন্ধ মেট্রো চলাচল

Yes
Is Blog?: 
No