মন্ত্রীরা কী কী কাজ করলেন, তা তুলে দেওয়া হবে ওয়েবসাইটে

দ্বিতীয়বার ক্ষমতা দখল করার পর সাধারণ মানুষের কাছে পৌছতে আরও উদ্যোগী রাজ্য সরকার। এর প্রথম উদ্যোগ হিসেবে সরকারি ওয়েবসাইটের আমুল পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। সাধারণ মানুষের কথা মাথায় রেখে পাল্টে ফেলা হচ্ছে বাংলার মুখ ডট কম। কী সেই পরিবর্তন, আসুন দেখে নেওয়া যাক। 

Updated By: Jul 5, 2016, 12:03 AM IST
মন্ত্রীরা কী কী কাজ করলেন, তা তুলে দেওয়া হবে ওয়েবসাইটে

ওয়েব ডেস্ক: দ্বিতীয়বার ক্ষমতা দখল করার পর সাধারণ মানুষের কাছে পৌছতে আরও উদ্যোগী রাজ্য সরকার। এর প্রথম উদ্যোগ হিসেবে সরকারি ওয়েবসাইটের আমুল পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। সাধারণ মানুষের কথা মাথায় রেখে পাল্টে ফেলা হচ্ছে বাংলার মুখ ডট কম। কী সেই পরিবর্তন, আসুন দেখে নেওয়া যাক। 

সরকারি ওয়েবসাইট- www.banglarmukh.com

এই ওয়েবসাইটে এতদিন পাওয়া যেত সমস্ত মন্ত্রীদের নাম ও ফোন নম্বর। ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌছতে আরও উদ্যোগী সরকার। তাই ঢেলে সাজছে এই ওয়েবসাইট। কী কী থাকছে এই ওয়েবসাইটে 

সমস্ত সরকারি প্রকল্পগুলি, প্রকল্পগুলির সুবিধা কারা কারা নিতে পারবেন, এই সব তথ্য থাকছে। 

থাকছে সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্ত তথ্য, এর সঙ্গে থাকবে আবেদন পত্রও। 

বিভিন্ন প্রকল্প বা পরিষেবায় আবেদনও করা যাবে। 

সরকারি কাজের খতিয়ানের তথ্য তো থাকছেই, এর সঙ্গে রাখা হচ্ছে ভিডিও লিঙ্কও। 

প্রতিদিন মন্ত্রীরা কী কী কাজ করলেন, তা তুলে দেওয়া হবে এই ওয়েবসাইটে। 

প্রতিদিন বিভিন্ন দফতরের থেকে প্রকাশ করা হবে তাদের কাজের হিসাব। 

বিভিন্ন দফতর প্রতিদিন ওয়েবসাইটে প্রেস বিজ্ঞপ্তি দেবে। 

এখানেই শেষ নয়। স্মার্ট ফোনের যুগে সরকারি পরিষেবাকে আরও স্মার্ট করে তুলতে বাংলার মুখের অ্যাপসও আনার ভাবনা চিন্তা শুরু হয়েছে। জুলাই মাসের মধ্যেই বাংলার মুখ ওয়েবসাইটটি আরও আধুনিক হয়ে হাজির হবে বলে তথ্য সংস্কৃতি দফতর সূত্রে খবর। 

.