Regent Park Murder: দোলের দুপুরে রিজেন্ট পার্কে এলোপাথাড়ি 'গুলি', মৃত ১
দোল খেলা নিয়ে ঝামেলার সূত্রপাত, বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে গুলি চালায় বলে অভিযোগ
![Regent Park Murder: দোলের দুপুরে রিজেন্ট পার্কে এলোপাথাড়ি 'গুলি', মৃত ১ Regent Park Murder: দোলের দুপুরে রিজেন্ট পার্কে এলোপাথাড়ি 'গুলি', মৃত ১](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/03/18/368261-regent-park-murder.jpg)
নিজস্ব প্রতিবেদন: দোলের দিন দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় চলল এলোপাথাড়ি 'গুলি'। বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। মৃতের নাম দিলীপ সিংহ। ঘটনার তদন্তে পুলিস।
অভিযোগ, শুক্রবার দুপুরে হঠাৎ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে রিজেন্ট পার্কের নতুন পল্লি এলাকা। স্থানীয়রা বাইরে এসে দেখেন এক ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে কয়েকজন। এরপর বাইকে করে দুষ্কৃতীরা চম্পট দেয়। সেখানেই আহত হন এক ব্যক্তি। তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় দিলীপ সিংহের।
জানা গিয়েছে, দোল খেলা নিয়ে ঝামেলার সূত্রপাত। সেখান থেকে সংঘর্ষ। সংঘর্ষ থেকেই গুলি চলে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিস। কোন পক্ষ গুলি চালিয়েছে? তারা দিলীপ সিংয়ের পক্ষ নাকি বিপক্ষ? তা খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন: Bhuban Badyakar: নতুন বছরে বায়না টানতে কুমোরটুলির ভরসা 'বাদাম কাকু', লতা-সন্ধ্যার পাশেই ঠাঁই ভুবনের
আরও পড়ুন: Video: নববর্ষেই চালু শিয়ালদহ থেকে সেক্টর ৫ পর্যন্ত মেট্রো? সুড়ঙ্গপথে পরিদর্শনে CRS