বৈঠক চলাকালীন পঞ্চায়েত সদস্যার গায়ে হাত, শ্লীলতাহানিতে অভিযুক্ত তৃণমূলের উপপ্রধান

তিনি প্রতিবাদ করায় তাঁকে মারধর ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।

Updated By: Sep 10, 2019, 09:34 AM IST
বৈঠক চলাকালীন পঞ্চায়েত সদস্যার গায়ে হাত, শ্লীলতাহানিতে অভিযুক্ত তৃণমূলের উপপ্রধান

নিজস্ব প্রতিবেদন:  পঞ্চায়েত অফিসেই পঞ্চায়েত সদস্যাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল উপপ্রধানের বিরুদ্ধে৷ ঘটনায় কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ পলাতক অভিযুক্ত উপপ্রধান নৄত্যগোপাল মন্ডল৷

 

নির্যাতিতার বয়ান অনুযায়ী, সোমবার বামনঘাটা পঞ্চায়েত দফতরে ১০০দিনের কাজ নিয়ে বৈঠক ছিল। প্রধান উপস্থিত না থাকায় উপপ্রধান নৃত্যগোপাল মন্ডল বৈঠক পরিচালনা করছিলেন। অভিযোগ, আলোচনা যখন শেষ পর্যায়ে তখন নৃত্যগোপাল তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেন।

টিউশন থেকে ফেরার পথে অ্যাসিড হামলা, ভরসন্ধেয় ঝলসে গেল নবম শ্রেণির ২ ছাত্রী

তিনি প্রতিবাদ করায় তাঁকে মারধর ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ডান হাত মুচকেও দেওয়া হয়। স্থানীয় হাসপাতালে তাঁর চিকিত্সা হয়। এরপর কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযুক্ত উপপ্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানি, কটূক্তি ও মারধরের মামলা রুজু করা হয়েছে।

 

.