এবার থেকে ডাক্তার, উকিলবাবুদের থেকে রসিদ নিন

ডাক্তার আর উকিল। সমাজের সব স্তরের মানুষকেই এই দুই পেশার মানুষের কাছে প্রয়োজনের তাগিদে যেতে হয়। ডাক্তারবাবু আর আইনজীবীদের ক্যাশ টাকা দিয়েই পারিশ্রমিক মেটাই আমরা। অনেক ক্ষেত্রেই দেখা যায় ডাক্তার-উকিলবাবুরা রসিদ দেন না। আবার সাধারণ মানুষও তাঁদের কাছ থেকে কোনও রসিদ চান না। হিসেব বহির্ভূত সেই টাকাই ঢুকে পড়তে পারে কালো টাকার ঘরে। তাই ডাক্তারবাবু বা উকিলবাবুর কাছে গেলে নির্দ্বিধায় রসিদ চেয়ে নিন। কথায় বলে, EVERY CITIZEN IS A COP। অর্থাৎ প্রত্যেক নাগরিকই সমাজের পাহাড়াদার। তাই রাজ কোষাগারের হিসেব স্বচ্ছ রাখতে হলে ডাক্তার আর উকিলবাবুদের কাছে রসিদ চেয়ে নিতেই হবে। 

Updated By: Nov 17, 2016, 01:25 PM IST
এবার থেকে ডাক্তার, উকিলবাবুদের থেকে রসিদ নিন

ওয়েব ডেস্ক: ডাক্তার আর উকিল। সমাজের সব স্তরের মানুষকেই এই দুই পেশার মানুষের কাছে প্রয়োজনের তাগিদে যেতে হয়। ডাক্তারবাবু আর আইনজীবীদের ক্যাশ টাকা দিয়েই পারিশ্রমিক মেটাই আমরা। অনেক ক্ষেত্রেই দেখা যায় ডাক্তার-উকিলবাবুরা রসিদ দেন না। আবার সাধারণ মানুষও তাঁদের কাছ থেকে কোনও রসিদ চান না। হিসেব বহির্ভূত সেই টাকাই ঢুকে পড়তে পারে কালো টাকার ঘরে। তাই ডাক্তারবাবু বা উকিলবাবুর কাছে গেলে নির্দ্বিধায় রসিদ চেয়ে নিন। কথায় বলে, EVERY CITIZEN IS A COP। অর্থাৎ প্রত্যেক নাগরিকই সমাজের পাহাড়াদার। তাই রাজ কোষাগারের হিসেব স্বচ্ছ রাখতে হলে ডাক্তার আর উকিলবাবুদের কাছে রসিদ চেয়ে নিতেই হবে। 

 

ডাক্তারবাবু। এই শব্দটা সাধারণ মানুষের কাছে অত্যন্ত সম্ভ্রমের। তাই ডাক্তারবাবুকে ফি দিয়ে রসিদ চাইতে গিয়ে কেউ ইতস্তত বোধ করতেই পারেন। কিন্তু এটা নিয়ে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবেন না। ডাক্তারবাবুরাই বলছেন, রসিদ চেয়ে নিন। 

 

একই কথা প্রযোজ্য উকিলবাবুদের ক্ষেত্রেও। তাঁরাও বলছেন, ফি মিটিয়ে মক্কেল রসিদ চাইবেন এটাই স্বাভাবিক। 

.