দলনেত্রীর সঙ্গে দেখা করলেন তৃণমূলী সাংসদরা

রাজ্যের জন্য আর্থিক সাহায্যের দাবিতে কেন্দ্রের ওপর চাপ বাড়াবে তৃণমূল। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এই ইঙ্গিত মিলেছে।

Updated By: Mar 9, 2012, 07:13 PM IST

রাজ্যের জন্য আর্থিক সাহায্যের দাবিতে কেন্দ্রের ওপর চাপ বাড়াবে তৃণমূল। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এই ইঙ্গিত মিলেছে। 
বাজেট অধিবেশনের রণকৌশল ঠিক করতে শুক্রবার দলীয় সাংসদদের নিয়ে মহাকরণে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৈঠক শেষে সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, সারের ওপর থেকে ভর্তুকি প্রত্যাহারের প্রতিবাদে তাঁরা সরব হবেন। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির চেষ্টা হলে তাঁরা মানবেন না। রাজ্যের বিভিন্ন দাবিতে সংসদে তাঁরা মুখ খুলবেন বলে জানিয়েছেন সুদীপবাবু। উত্তরপ্রদেশ-সহ ৪ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের খারাপ ফলের পর শরিক তৃণমূল কেন্দ্রের ওপর চাপ আরও বাড়াতে চাইছে। আসন্ন বাজেট অধিবেশনেই তার প্রতিফলন দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

.