বাগুইআটির এক ফ্ল্যাটে রহস্যমৃত্যু হোটেল গায়িকার
হোটেল গায়িকার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল বাগুইআটিতে। গতকাল রাতে বাগুইআটির একটি আবাসনের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই মহিলার দেহ।
Updated By: Jun 17, 2015, 09:50 AM IST
![বাগুইআটির এক ফ্ল্যাটে রহস্যমৃত্যু হোটেল গায়িকার বাগুইআটির এক ফ্ল্যাটে রহস্যমৃত্যু হোটেল গায়িকার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/06/17/39121-singer.jpg)
ওয়েব ডেস্ক: হোটেল গায়িকার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল বাগুইআটিতে। গতকাল রাতে বাগুইআটির একটি আবাসনের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই মহিলার দেহ।
তিন মাস ধরে ওই ফ্ল্যাটে দুজনের সঙ্গে ভাড়া থাকতেন ওই মহিলা। গায়িকার অস্বাভাবিক মৃত্যু নিয়ে খতিয়ে দেখছে পুলিস। তিনি কী কোনও মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন, তার জেরেই আত্মঘাতী না এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে?
দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বাগুইআটি থানার পুলিস। মহিলা আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক অনুমান পুলিসের।
Tags: