যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অস্বাভাবিক মৃত্যু ছাত্রের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে অস্বাভাবিক মৃত্যু হল তথ্যপ্রযুক্তি বিভাগের ফাইনাল ইয়ারের এক ছাত্রের। পুলিসের অনুমান, আত্মহত্যা করেছেন ওই ছাত্র। বিহারের বাসিন্দা ওই ছাত্রের নাম মনীশ রঞ্জন। আজ দুপুরে হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান তাঁর সহপাঠীরা।
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে অস্বাভাবিক মৃত্যু হল তথ্যপ্রযুক্তি বিভাগের ফাইনাল ইয়ারের এক ছাত্রের। পুলিসের অনুমান, আত্মহত্যা করেছেন ওই ছাত্র। বিহারের বাসিন্দা ওই ছাত্রের নাম মনীশ রঞ্জন। আজ দুপুরে হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান তাঁর সহপাঠীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিস। স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর ওই ছাত্রকে মৃত ঘোষণা করেন চিকিত্সকেরা।
কিন্তু কেন আত্মঘাতী হতে গেলেন ফাইনাল ইয়ারের এই ছাত্র ? বিশেষ করে তথ্যপ্রযুক্তির মতো সবচেয়ে সম্ভবনাময় বিভাগের একজন ছাত্র কেন এমন সিদ্ধান্ত নিতে যাবেন ? সহপাঠীদের একাংশ জানিয়েছেন, চাকরি নিয়ে বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন মণীশ রঞ্জন। অন্য কয়েকজন সহপাঠীর বক্তব্য, শুক্রবার ইন্টারভিউতে সফল হতে পারেননি মণীশ রঞ্জন। তবে এদিন প্রথম সারির একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় ইন্টারভিউতে প্রথম ধাপে সফল হয়েছেন তিনি। তারপরেও কেন তাঁর এই পরিণতি, তা বুঝতে পারছেন না শোকস্তব্ধ সহপাঠীরা।