সরকারি কর্মীদের বিশেষ ক্যাজুয়াল লিভ বন্ধ নবান্নে

নবান্নে মিটিং-মিছিল বন্ধ হয়েছিল আগেই। এবার বাতিল করা হল সরকারি কর্মীদের বিশেষ ক্যাজুয়াল লিভ। নির্দেশিকা অনুযায়ী রাজ্য সম্মেলনে যোগ দেওয়ার সময় সরকারি কর্মীরা এতদিন বিশেষ ছুটি পেতেন। এবছর থেকে ওই ছুটি বন্ধ করে দিল রাজ্যের অর্থ দফতর। রাজ্য কো-অর্ডিনেশন কমিটি এবং নবপর্যায়কে চিঠি দিয়ে একথা জানিয়ে দেওয়া হয়েছে।

Updated By: Dec 24, 2013, 05:24 PM IST

নবান্নে মিটিং-মিছিল বন্ধ হয়েছিল আগেই। এবার বাতিল করা হল সরকারি কর্মীদের বিশেষ ক্যাজুয়াল লিভ। নির্দেশিকা অনুযায়ী রাজ্য সম্মেলনে যোগ দেওয়ার সময় সরকারি কর্মীরা এতদিন বিশেষ ছুটি পেতেন। এবছর থেকে ওই ছুটি বন্ধ করে দিল রাজ্যের অর্থ দফতর। রাজ্য কো-অর্ডিনেশন কমিটি এবং নবপর্যায়কে চিঠি দিয়ে একথা জানিয়ে দেওয়া হয়েছে।

১৯৮২ থেকে ২০১২। একটানা ৩০ বছর কর্মী ইউনিয়নগুলির রাজ্য সম্মেলনে যোগ দেওয়ার সময় বিশেষ ক্যাজুয়াল লিভ পেতেন সরকারি কর্মীরা। ১৯৮২তে রাজ্যের অর্থ দফতর সরকারি নির্দেশিকায় জানিয়েছিল, কেন্দ্রীয় ইউনিয়নগুলির সদস্যেরা তাঁদের রাজ্য সম্মেলনের সময় বিশেষ ক্যাজুয়াল লিভ নিয়ে সম্মেলনে অংশ নিতে পারবেন। সরকারি কর্মীদের ইউনিয়ন করার যে অধিকার রয়েছে সেই আইন অনুযায়ী তাঁরা এই সুবিধা পাবেন।

২০১১ সালে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথমেই কর্মীদের ইউনিয়ন করার অধিকার নিয়ে প্রশ্ন ওঠে। ধর্মঘটে অংশ নেওয়ার জন্য বেতন এবং ছুটি কাটা যায় কর্মীদের। মহাকরণ থেকে প্রশাসনিক ভবন নবান্নে চলে গেলেও সেখানে কোনও ইউনিয়ন অফিস দেওয়া হয়নি কোনও সংগঠনকেই। নবান্নে মিটিং-মিছিলও বন্ধ করে দেওয়া হয়।

আর এবার অর্থ দফতরের নতুন সিদ্ধান্ত, বাতিল হচ্ছে বিশেষ ক্যাজুয়াল লিভ, যা রাজ্য সম্মেলনে যোগ দেওয়ার সময় পেতেন সরকারি কর্মীরা। এবছর ২৪ থেকে ২৭ ডিসেম্বর কোচবিহারে নবপর্যায়ের রাজ্য সম্মেলন । ২৭ থেকে ৩০ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনায় কো-অর্ডিনেশন কমিটির রাজ্য সম্মেলন। দুই সংগঠনেরই কয়েকশো প্রতিনিধির রাজ্য সম্মেলনে অংশ নেওয়ার কথা। এঁদের কারও বিশেষ ছুটি মঞ্জুর করা হয়নি। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলেও এখনও এনিয়ে কোনও নির্দেশিকা অবশ্য জারি করেনি রাজ্য সরকার।

.