ব্যাগে কীভাবে পিস্তল-কার্তুজ এল, জানেনই না তৃণমূল নেতা

লাইসেন্সবিহীন পিস্তল এবং তাজা কার্তুজ সহ দমদম বিমানবন্দর থেকে গ্রেফতার পাণ্ডবেশ্বরের দাপুটে তৃণমূল নেতা নরেন চক্রবর্তী। বিমান বন্দরে চেকিংয়ের সময়ই তৃণমূল নেতার ব্যাগ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।  তৃণমূল নেতা ও তার দুই সঙ্গীকে রাতেই বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়। রাতভর চলে দফায় দফায় জেরা। পিস্তলটি মুঙ্গেরে তৈরি । উদ্ধার পয়েন্ট থ্রিটুয়ের তিনটি বুলেটও। খবর পুলিসসূত্রে।   জেরায় অবশ্য কিছুই কবুল করেননি নরেন চক্রবর্তী।  তাঁর দাবি স্ত্রীয়ের চিকিত্সার জন্যেই স্পাইস জেটের বিমানে চেন্নাই যাচ্ছিলেন তিনি।  তবে তাঁর ব্যাগে কীভাবে পিস্তল এবং কার্তুজ এল তার নাকি কিছুই জানতেন না তিনি।  জেরায় পুলিসকে এমনটাই জানিয়েছেন নরেন চক্রবর্তী। তবে লাইসেন্স না থাকায় ইতিমধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে অস্ত্রআইনে মামলা রুজর করেছে বিধাননগর পুলিস।  কেন বন্দুক নিয়ে বিমানে উঠতে যাচ্ছিলেন ওই নেতা, তাও খতিয়ে দেখছে পুলিস।

Updated By: Feb 1, 2016, 11:10 AM IST
ব্যাগে কীভাবে পিস্তল-কার্তুজ এল, জানেনই না তৃণমূল নেতা

ওয়েব ডেস্ক: লাইসেন্সবিহীন পিস্তল এবং তাজা কার্তুজ সহ দমদম বিমানবন্দর থেকে গ্রেফতার পাণ্ডবেশ্বরের দাপুটে তৃণমূল নেতা নরেন চক্রবর্তী। বিমান বন্দরে চেকিংয়ের সময়ই তৃণমূল নেতার ব্যাগ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।  তৃণমূল নেতা ও তার দুই সঙ্গীকে রাতেই বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়। রাতভর চলে দফায় দফায় জেরা। পিস্তলটি মুঙ্গেরে তৈরি । উদ্ধার পয়েন্ট থ্রিটুয়ের তিনটি বুলেটও। খবর পুলিসসূত্রে।   জেরায় অবশ্য কিছুই কবুল করেননি নরেন চক্রবর্তী।  তাঁর দাবি স্ত্রীয়ের চিকিত্সার জন্যেই স্পাইস জেটের বিমানে চেন্নাই যাচ্ছিলেন তিনি।  তবে তাঁর ব্যাগে কীভাবে পিস্তল এবং কার্তুজ এল তার নাকি কিছুই জানতেন না তিনি।  জেরায় পুলিসকে এমনটাই জানিয়েছেন নরেন চক্রবর্তী। তবে লাইসেন্স না থাকায় ইতিমধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে অস্ত্রআইনে মামলা রুজর করেছে বিধাননগর পুলিস।  কেন বন্দুক নিয়ে বিমানে উঠতে যাচ্ছিলেন ওই নেতা, তাও খতিয়ে দেখছে পুলিস।

 

.