সুরুচির থিম সং উদ্বোধনে গান গাইলেন ইন্দ্রনীল, ঢাক বাজালেন অরূপ

মহালয়াতেই সুরুচির পুজোর ঢাকে কাঠি।  উদ্বোধন হল থিম সংয়ের। এবারে সুরুচির থিম মা আসছেন মাটির ঘরে..

Updated By: Oct 8, 2018, 10:43 PM IST
সুরুচির থিম সং উদ্বোধনে গান গাইলেন ইন্দ্রনীল, ঢাক বাজালেন অরূপ
ছবি- ফেসবুক

নিজস্ব প্রতিবেদন: মহালয়াতেই পুজো স্টার্ট সুরুচিতে। থিম সংয়ের উদ্বোধন করলেন ইন্দ্রনীল সেন। গান লিখেছেন খোদ মুখ্যমন্ত্রী। সুরও দিয়েছেন।  চুটিয়ে ঢাক বাজালেন  মন্ত্রী  অরূপ বিশ্বাস। ঢাকের তালে মাতলেন আবির-সোহিনী সহ টলিউডের বেশকয়েকজন অভিনেত্রী।

আরও পড়ুন- চক্ষুদান নিয়ে ছকভাঙা উদ্যোগ বড়বাগান ও কুমোরটুলি সর্বজনীনের

মহালয়াতেই সুরুচির পুজোর ঢাকে কাঠি।  উদ্বোধন হল থিম সংয়ের। এবারে সুরুচির থিম মা আসছেন মাটির ঘরে..

আরও পড়ুন- পুজো মানে শুধু ধর্ম নয়, পুজো মানে উত্সব: মমতা

রাজনীতির বাইরে ছবি আঁকা ..লেখা তাঁর বড্ড প্রিয়। রাজ্যের হাজারো ব্যস্ততা সামাল দিয়েও লিখে ফেলেন গানও। সুরও তাঁরই। এনিয়ে পরপর চারবার। সুরুচির থিম সং তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কণ্ঠ মন্ত্রী ইন্দ্রনীল সেনের। তথ্য সংস্কৃতি মন্ত্রী গলায় সুর তুলছেন, পূর্তমন্ত্রী বা পিছিয়ে থাকেন কী করে? তিনি  আবার পুজোর উদ্যোক্তাও বটে। অতএব, ঢাক আর কাঠি হাতে নেমে পড়লেন মাঠে।

আরও পড়ুন- ‘তিনি আছেন এবং সর্বত্রই আছেন’

থিমের সঙ্গে মানানসই মণ্ডপ। মূল উপাদান  মাটি। নানা মাটির নানা রং। আর তারই মিলমিশে নয়নাভিরাম মণ্ডপ। পুরো কাঠামো গড়ে উঠেছে চারটি হাতির ওপর।সূক্ষ মাটির কাজ নজর টানতে বাধ্য। থিমের মধ্যেই লুকিয়ে রয়েছে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে বার্তা। থিম সংয়ের উদ্বোধনে সুরুচিতে চাঁদের হাট। হাজির ব্যোমকেশ-সত্যবতী। প্যান্ডেল হপিংয়ের তালিকায় সুরুচির পুজো মাস্ট। বলছেন সোহিনী।গানে-নাচে-ঢাকের বোলে মহালয়া থেকেই ফুলদমে পুজো স্টার্ট।

.