বর্ষবরণের বর্বরতায় নিউটাউনের শ্লীলতাহানির ঘটনায় পার্ক স্ট্রিট কাণ্ডের ছায়া

Updated By: Jan 1, 2015, 08:55 PM IST
বর্ষবরণের বর্বরতায় নিউটাউনের শ্লীলতাহানির ঘটনায় পার্ক স্ট্রিট কাণ্ডের ছায়া

 

ওয়েব ডেস্ক:  শ্লীলতাহানি, মারধর, ছিনতাইয়েও শেষ হয়নি বর্ষবরণের বর্বরতা। আতঙ্ক, উত্‍কণ্ঠা নিয়ে নিউটানায় থানায় গিয়েছিলেন আক্রান্ত দম্পতি। অফিসারদের জানিয়েছিলেন ভয়াবহ অভিজ্ঞতা। সব শুনে পুলিস যা করে, তা মনে করিয়ে দেয় পার্ক স্ট্রিট কাণ্ডে পুলিসের বিতর্কিত ভূমিকার কথা।

নিউটাউনে আক্রান্ত দম্পতি ঘটনার পরে পরেই গিয়েছিলেন থানায়।  

ব্যস এপর্যন্তই। বিধাননগর পুলিসের দায়িত্ব আশ্চর্যজনক ভাবে এখানেই শেষ হয়ে যায়।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুলিসের সাড়া না পেয়ে, ফের নিউটাউন থানায় হাজির হন দম্পতি। ততক্ষণে চব্বিশ ঘণ্টায় সম্প্রচারিত হয়েছে এই খবর। চাপে পড়ে মামলা দায়ের করে পুলিস।

বর্ষবরণের রাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিশেষ টহলদার বাহিনী। ঘটনাক্রম থেকে স্পষ্ট, বেশ কিছুক্ষণ ধরে দম্পতির ওপর নির্যাতন চালায় মদ্যপ দুষ্কৃতীরা। এখন প্রশ্ন,

প্রশ্ন ১ : নিউ টাউনের রাস্তায় টহলদার বাহিনী তখন কোথায় ছিল?

প্রশ্ন ২ : অভিযোগ শোনার পরেও কেন টহলদার বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হল না?

প্রশ্ন ৩ : মেডিক্যাল টেস্টের পরে কেন এফআইআর করল না পুলিস?

প্রশ্ন ৪ : দম্পতিকে নিয়ে রাতেই ঘটনাস্থলে কোনও তল্লাশি হল না কেন?

প্রশ্ন ৫ : আক্রান্তদের সঙ্গে দুপুর পর্যন্ত কেন যোগাযোগ করল না পুলিস?

পুলিসের এই দায়সারা মনোভাব কি আদতে দুষ্কৃতীদেরই সুবিধা করে দিল?  

কাজে এমন গাফিলতির কারণেই পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের ধরতে কালঘাম ছুটেছিল পুলিসের। মূল অভিযুক্ত এখনও অধরা। বহু সমালোচিত সেই ঘটনা থেকেও উর্দিধারীরা যে শিক্ষা নেননি, নিউটাউন থানার আচরণে ফের তা স্পষ্ট।    

 

.