আবুল হাকিমকে হাসপাতালে ফের জেরা এনআইএ-র
খাগড়াগড় বিষ্ফোরণ কাণ্ডে জখম সন্দেহভাজন জঙ্গি আবুল হাকিমকে হাসপাতালে গিয়ে ফের জেরা করল এনআইএ। আজ সকাল এগারোটা নাগাদ এসএসকেএম হাসপাতালে যান এনআইএ-র গোয়েন্দারা। হাসপাতালের রিউম্যাটোলজি বিভাগের কেবিনে টানা প্রায় দুঘণ্টা হাকিমকে জেরা করেন গোয়েন্দারা।
কলকাতা: খাগড়াগড় বিষ্ফোরণ কাণ্ডে জখম সন্দেহভাজন জঙ্গি আবুল হাকিমকে হাসপাতালে গিয়ে ফের জেরা করল এনআইএ। আজ সকাল এগারোটা নাগাদ এসএসকেএম হাসপাতালে যান এনআইএ-র গোয়েন্দারা। হাসপাতালের রিউম্যাটোলজি বিভাগের কেবিনে টানা প্রায় দুঘণ্টা হাকিমকে জেরা করেন গোয়েন্দারা।
কথা বলেন হাকিমের চিকিত্সার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে। খাগড়াগড় কাণ্ডের তদন্তে দ্রুত হাকিমকে নিজেদের হেফাজতে পেতে চাইছে এনআইএ। তবে হাকিম পুরোপুরি সুস্থ না হয়ে ওঠায় তাকে ছাড়ার বিষয়ে আজও কোনও সিদ্ধান্ত হয়নি। এসএসকেএম সূত্রে খবর, আগামিকাল আবুল হাকিম পরীক্ষা করবেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে। গতকালও প্রায় দেড় ঘণ্টা হাসপাতালের কেবিনে হাকিমকে জেরা করেন গোয়েন্দারা।