প্রোমোটিং নয়, নির্দেশ সিপিআইএম এ
জমির ব্যবসা, প্রোমোটিং, ঠিকাদারি বা চিটফান্ডের সাথে যুক্ত সদস্যদের দলীয় কমিটিতে না রাখার নির্দেশ দিল সিপিআইএম-এর শীর্ষ নেতৃত্ব। এমনকী এইসব সদস্যদের দল থেকে সরে দাঁড়াতে বলছে সিপিআইএমের কলকাতা জেলা কমিটি
জমির ব্যবসা, প্রোমোটিং, ঠিকাদারি বা চিটফান্ডের সাথে যুক্ত সদস্যদের দলীয় কমিটিতে না রাখার নির্দেশ দিল সিপিআইএম-এর শীর্ষ নেতৃত্ব। এমনকী এইসব সদস্যদের দল থেকে সরে দাঁড়াতে বলছে সিপিআইএমের কলকাতা জেলা কমিটি। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে দলের সম্মেলন। তার আগেই বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে সিপিআইএম। সেখানে বিভিন্ন স্তরের কমিটিতে সদস্য নির্বাচনের ব্যাপারে নির্দিষ্ট কিছু শর্ত পূরণের কথাও বলা হয়েছে। রাজ্যে বামেদের ভোট বিপর্যয়ের কারণ খুঁজতে বসে সিপিআইএম নেতৃত্বের মূল্যায়ন, তাদের পরাজয় শুধুমাত্র জমিনীতি বা শিল্পনীতির কারণে নয়। হারের বড় কারণ, মানুষের মধ্যে দলের ভাবমূর্তি। আর এই ভাবমূর্তি তলানিতে পৌঁছেছে দলের এক অংশের নেতাদের কারণে। দীর্ঘ চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার দরুন বহু জায়গাতেই সিপিআইএম নেতাদের একাংশ এমন কাজ করেছেন যা একটি কমিউনিস্ট দলের সদস্যদের থেকে সাধারণ মানুষ আশা করেন না। সিপিআইএম শীর্ষ নেতৃত্ব মনে করছে , সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দলের সদস্যদের প্রোমোটারি ব্যবসার সঙ্গে যোগাযোগ। এই ব্যবসার সূত্রে বহু দুর্নীতির সঙ্গেও তাদের নাম জড়িয়ে গেছে। অথচ সেইসব কর্মীরাই দলের হয়ে প্রচারে নেমেছেন। যাতে ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। যাদের জন্য সাধারণ মানুষ কোনওভাবেই দলের প্রতি আকৃষ্ট হননা, তাঁদের কোনও স্তরের কমিটিতে না রাখার নির্দেশ দিল সিপিআইএম।