মেডিক্যাল কলেজে আর পড়ানো হবে না 'ইমিউনো হেমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন' ডিপ্লোমা কোর্স
অধ্যাপকের আকাল। তাই বন্ধ হতে চলেছে মেডিক্যাল কলেজের একটি স্নাতকোত্তর কোর্স। MCI জানিয়ে দিয়েছে আগামী বছর থেকে কোর্সের অনুমতি দেওয়া হবে না।
ওয়েব ডেস্ক: অধ্যাপকের আকাল। তাই বন্ধ হতে চলেছে মেডিক্যাল কলেজের একটি স্নাতকোত্তর কোর্স। MCI জানিয়ে দিয়েছে আগামী বছর থেকে কোর্সের অনুমতি দেওয়া হবে না।
পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইমিউনো হেমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন। মেডিক্যাল কলেজে ২০১১ সালে চালু হয় এই কোর্স। বিভিন্ন উপাদান বিশ্লেষণ করে রক্তের প্রকৃতি নির্ণয় ও চিকিত্সা পদ্ধতি বাতলে দেন বিশেষজ্ঞ।
রাজ্যের মধ্যে একমাত্র কলকাতা মেডিক্যাল কলেজের চালু হয় এই কোর্স। কিন্তু, তারও ভগ্নদশা। মেডিক্যাল কলেজে এই কোর্সের মাত্র দুটি আসন রয়েছে।
পড়ানোর জন্য রয়েছেন একজন অধ্যাপক একজন সহ অধ্যাপক। MCI-এর নিয়ম অনুযায়ী বিভাগে কমপক্ষে ৭ জন শিক্ষক থাকা বাধ্যতামূলক।প্রতি শিক্ষকের দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকাও বাধ্যতামূলক। অধ্যক্ষ MCI জানিয়ে দিয়েছে শিক্ষক নিয়োগ না হলে আগামী শিক্ষাবর্ষ থেকে এই কোর্স চালানোর অনুমতি দেওয়া হবে না।