অনাদরে ঘাট

আজ প্রতিমা বিসর্জনের শেষ দিন। দশমীর সন্ধে থেকেই শুরু হয়েছে বিভিন্ন ঘাটে প্রতিমা নিরঞ্জনের পালা। তবে প্রতিমা নিরঞ্জনের পর বাবুঘাট ছাড়া অন্যান্য ঘাটে শুরু হয়নি প্রতিমার কাঠামো সরানের কাজ। কাশী মিত্র ঘাট, আহিরীটোলা, শোভাবাজার ঘাটে জমে রয়েছে জঞ্জালের স্তুপ। নদীবক্ষে পড়ে রয়েছে প্রতিমার কাঠামো, ফুল, পুজোর সামগ্রী সহ আবর্জনার স্তুপ। প্রতিমার রঙ থেকে বড় ধরণের দূষণ ছড়াতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইউনেস্কো। নদী দূষণ নিয়ে একই রকমভাবে উদ্বিগ্ন পরিবেশবীদরাও।

Updated By: Oct 8, 2011, 11:52 AM IST

আজ প্রতিমা বিসর্জনের শেষ দিন। দশমীর সন্ধে থেকেই শুরু হয়েছে বিভিন্ন ঘাটে প্রতিমা নিরঞ্জনের পালা। তবে প্রতিমা নিরঞ্জনের পর বাবুঘাট ছাড়া অন্যান্য ঘাটে শুরু হয়নি প্রতিমার কাঠামো সরানের কাজ। কাশী মিত্র ঘাট, আহিরীটোলা, শোভাবাজার ঘাটে জমে রয়েছে জঞ্জালের স্তুপ। নদীবক্ষে পড়ে রয়েছে প্রতিমার কাঠামো, ফুল, পুজোর সামগ্রী সহ আবর্জনার স্তুপ। প্রতিমার রঙ থেকে বড় ধরণের দূষণ ছড়াতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইউনেস্কো। নদী দূষণ নিয়ে একই রকমভাবে উদ্বিগ্ন পরিবেশবীদরাও। আজ প্রতিমা বিসর্জনের শেষ দিন। দশমীর সন্ধে থেকেই শুরু হয়েছে বিভিন্ন ঘাটে প্রতিমা নিরঞ্জনের পালা। তবে প্রতিমা নিরঞ্জনের পর বাবুঘাট ছাড়া অন্যান্য ঘাটে শুরু হয়নি প্রতিমার কাঠামো সরানের কাজ। কাশী মিত্র ঘাট, আহিরীটোলা, শোভাবাজার ঘাটে জমে রয়েছে জঞ্জালের স্তুপ। নদীবক্ষে পড়ে রয়েছে প্রতিমার কাঠামো, ফুল, পুজোর সামগ্রী সহ আবর্জনার স্তুপ। প্রতিমার রঙ থেকে বড় ধরণের দূষণ ছড়াতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইউনেস্কো।  নদী দূষণ নিয়ে একই রকমভাবে উদ্বিগ্ন পরিবেশবীদরাও।

.