রাজ্যের সরকারি স্কুলগুলিতে অষ্টম শ্রণি পর্যন্ত পাশ-ফেল তুলে দেওয়ার পর এবার দশম শ্রেণিতে মেধা তালিকাই ফিরিয়ে আনল রাজ্য সরকার। অর্থাত্  গ্রেড থেকে নম্বরের ওপরই বেশি জোড় দিচ্ছে রাজ্য শিক্ষা দফতর। সরকারের এই দুই পরস্পর বিরোধী সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছে পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষক মহলে।
যদিও রাজ্য সরকারের সিলেবাস কমিটির প্রস্তাব ছিল ধাপে ধাপে পাশ-ফেল প্রথা তোলা। সেই প্রস্তাব অগ্রাহ্য করেই এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারের দাবি, শিক্ষার অধিকার আইন মানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেবাস কমিটির প্রাক্তন প্রধান সুনন্দ সান্যালের বক্তব্য ছিল, হঠাত্‍ করে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল তুলে দিলে পড়ুয়াদের ক্ষতি হবে। কিন্তু সব প্রস্তাব এবং মত উপেক্ষা করেই বিজ্ঞপ্তি জারি করল বর্তমান সরকার। এখন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও ছাত্রছাত্রীকে ফেল করানো হবে না। অর্থাত্‍, কোনও বিষয় কোনও পড়ুয়ার সঠিকভাবে শেখা না হলেও তাকে সেই ক্লাসে আটকে রাখার ক্ষমতা থাকবে না কোনও স্কুল কর্তৃপক্ষের। এবছর পাশ-ফেল উঠে গেলেও পরীক্ষা ব্যবস্থা বহাল থাকছেই।
সরকারের যুক্তি, পড়ুয়াদের মানসিক চাপ কমাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু অন্যদিকে মাধ্যমিকে মেধাতালিকা প্রকাশ করে পড়ুয়াদের ওপর কী মানসিক চাপ দিচ্ছে না সরকার? কেন্দ্রের নীতি মেনে তাহলে গ্রেড প্রথা কেন মেনে নিচ্ছে রাজ্য সরকার? প্রশ্ন উঠছে তা নিয়ে।

English Title: 
Notification for no pass-fail
Home Title: 

এবার দশম শ্রেণিতে ফিরল মেধাতালিকা

No
2627
Is Blog?: 
No