নিজস্ব প্রতিবেদন: ফের জিবি, ফের একাধিক আলোচনা। আজ, রবিবার সকালে আবারও আলোচনায় বসতে চলেছেন এনআরএস-এর আন্দোলনকারীরা। জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন, একাধিক বিষয়ে আলোচনা করা হবে আজকের মিটিং-এ। পাশাপাশি রাজ্য মনে করছে, আজকের পরই আন্দোলনের ভবিষ্যত কিছুটা স্পষ্ট হতে পারে। NRS,নবান্ন নাকি অন্যকোথাও ওপর মহলের সঙ্গে কোথায় আলোচনায় বসবেন জুনিয়র চিকিৎসকরা আজ তাও জানা যেতে পারে বলেই মনে করছেন বিভিন্ন মহল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কাছে ইগোর লড়াই, আমাদের কাছে বাঁচার লড়াই, জানালেন জুনিয়র ডাক্তাররা


ইতিমধ্যেই আন্দোলনের ছয় দিন কেটে গেলেও রফাসূত্র মেলেনি। জারি সরকার বনাম জুনিয়র ডাক্তার লড়াই। একাধিকবার মুখ্যমন্ত্রীর সমঝতার আহ্বান ফিরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে তাঁদের কথা রেখে এনআরএসেও আসেননি মুখ্যমন্ত্রী। বরং তিনি জানিয়েছেন, "আমার সঙ্গে যদি কথা বলতে নাও চায়, সে ক্ষেত্রে রাজ্যপাল, স্বাস্থ্যসচিবের সঙ্গেও কথা বলতে পারেন ইন্টার্নরা।" অন্যদিকে জুনিয়র ডাক্তাররা বলছেন মুখ্যমন্ত্রী এসে কথা বলুন, আলোচনার করে সমস্যার সমাধান হোক, এই অচলাবস্থা আমরা চাই না। কাজেই আপাতদৃষ্টিতে দুই পক্ষই বলছেন আলোচনার পথ খোলা রয়েছে, তবে আলোচনার খাতিরে মুখোমুখি হননি কোনও পক্ষই। তাহলে শেষে কোন পথে হাঁটতে চলেছে NRS? উত্তরের অপেক্ষায় গোটা রাজ্য তথা দেশও।