নিজস্ব প্রতিবেদন: গায়ে ধুম জ্বর। শয্য়া মেলেনি। ২৮ দিনের ছোট্ট শিশুকে নিয়ে এনআরএস চত্বরেই বসে মা-বাবা। সোমবার আউটডোরে শিশুকে দেখানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।             


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৮ দিনের ওই শিশুর জ্বর আসায় ভর্তি করানো হয়েছিল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন ছিল ক্রিটিক্যাল কেয়ার ওয়ার্ডে। অবস্থা সঙ্কটজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। কর্তৃপক্ষ জানায়, এনআরএসে শয্যা নিশ্চিত করার পরই ছাড়া হবে শিশুকে। শিশুর বাবা সুজিত ডোম বলেন,'এনআরএসে শয্যা পাওয়া গিয়েছে বলে আমাদের জানানো হয়। তার পরই অ্যাম্বুল্যান্সে শিশুকে অক্সিজেন দিয়ে কলকাতায় নিয়ে আসি।'           


 গত রাতেই শিশুকে নিয়ে এনআরএস হাসপাতালে আসেন পরিজনরা। অভিযোগ, বর্ধমান থেকে বলে পাঠানো হলেও তাকে ভর্তি নিতে চাননি চিকিৎসকরা। পরামর্শ দেওয়া হয়,'শিশুর অবস্থা গুরুতর নয়। বাড়ি নিয়ে যান। সোমবার আউটডোরে দেখান।' স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, বর্ধমান থেকে কলকাতায় আসার পথে কী এমন ঘটল যে শিশুটি সুস্থ হয়ে উঠল? শিশু যদি সুস্থই হয় তাহলে কি বর্ধমান মেডিক্যাল হাসপাতালের চিকিৎসকরা বুঝতে পারেননি?               



অভিযোগ, রাতে শিশুকে নিয়ে হাসপাতালের রাত্রিবাসে থাকার জায়গাও পাননি সুজিত ও তাঁর স্ত্রী ববি। এনআরএস চত্বরেই শিশুকে নিয়ে রাত কাটান তাঁরা। হাতে স্যালাইন নিয়ে বিনা চিকিৎসাতেই সারা রাত পড়েছিল শিশুটি। মা-বাবার এতটুকু আবেদন, 'ডাক্তারবাবু বাচ্চাটাকে বাঁচান।' 


আরও পড়ুন- HC: শিক্ষক নেতা মইদুলের মামলার শুনানির এখন প্রয়োজন নেই, জানাল High Court


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)