কাজ ফেলে এনআরএসের ইন্টার্নরা সমুদ্র সৈকতে

কাজ ফেলে দল বেঁধে সমুদ্র সৈকতে বেড়াতে গেলেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা। হাসপাতালের ১২২জন ইন্টার্ন দুদিনের জন্য তাজপুর, মন্দারমণি বেড়াতে চলে গিয়েছেন। শনিবার গভীর রাতে এনআরএস হাসপাতাল থেকে তিনটি ভলভো বাসে রওনা হন তাঁরা। অভিযোগ, ইন্টার্নদের দুদিনের এই ট্যুর স্পনসর করছে তিনটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা।

Updated By: Mar 17, 2013, 01:59 PM IST

কাজ ফেলে দল বেঁধে সমুদ্র সৈকতে বেড়াতে গেলেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা। হাসপাতালের ১২২জন ইন্টার্ন দুদিনের জন্য তাজপুর, মন্দারমণি বেড়াতে চলে গিয়েছেন। শনিবার গভীর রাতে এনআরএস হাসপাতাল থেকে তিনটি ভলভো বাসে রওনা হন তাঁরা। অভিযোগ, ইন্টার্নদের দুদিনের এই ট্যুর স্পনসর করছে তিনটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা।
ওই তিন সংস্থার টাকাতেই তাজপুর, মন্দারমণিতে হোটেল বুক করা হয়েছে। এনআরএস সূত্রে খবর ছুটির তোয়াক্কা না করেই ইন্টার্নরা কোনও অনুমতি ছাড়াই বেড়াতে গেছেন এই ইন্টার্নরা।

.