বহুতলে বৃদ্ধা খুনের কিনারা, প্রাক্তন পরিচারক গ্রেফতার ভিনরাজ্য থেকে
দেশপ্রিয় পার্কের বহুতলে বৃদ্ধা কমলা মিন্ত্রি খুনের কিনারা করল পুলিস। বৃদ্ধাকে খুনের অভিযোগে ওড়িশার ঢেঙ্কানল থেকে গ্রেফতার করা হয়েছে বাড়ির প্রাক্তন পরিচারককে। ঘন ঘন ছুটি নেওয়ার জন্য ওই কিশোর পরিচারককে চার মাস আগে কাজ থেকে ছাটাই করেন কমলা দেবী। দিন দশেক আগে নতুন এক পরিচারিকা নিয়োগ করেন ।
কলকাতা: দেশপ্রিয় পার্কের বহুতলে বৃদ্ধা কমলা মিন্ত্রি খুনের কিনারা করল পুলিস। বৃদ্ধাকে খুনের অভিযোগে ওড়িশার ঢেঙ্কানল থেকে গ্রেফতার করা হয়েছে বাড়ির প্রাক্তন পরিচারককে। ঘন ঘন ছুটি নেওয়ার জন্য ওই কিশোর পরিচারককে চার মাস আগে কাজ থেকে ছাটাই করেন কমলা দেবী। দিন দশেক আগে নতুন এক পরিচারিকা নিয়োগ করেন ।
শনিবার বিকেলে এক শাগরেদকে নিয়ে বৃদ্ধার ফ্ল্যাটে হানা দেয় ওই কিশোর। চেনা লোক দেখে দরজা খুলে দিয়েছিলেন বৃদ্ধা। এরপরই ঘরের মেঝেয় মাথা ঠুকে, শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়। লুঠপাটের উদ্দেশ্যেই এই খুন বলে মনে করছে পুলিস। ধৃতের কাছ থেকে লুঠ হওয়া গয়না পাওয়া গেছে বলে পুলিস সূত্রে খবর। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে।