নাসিকে ধর্মঘটের জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম
নাসিকে শুরু হওয়া ধর্মঘটের প্রভাব এবার পড়তে শুরু করেছে কলকাতার বাজারগুলিতে। গত দুদিনে পেঁয়াজের দাম একলাফে বেড়েছে কেজি প্রতি পাঁচ টাকা।
নাসিকে শুরু হওয়া ধর্মঘটের প্রভাব এবার পড়তে শুরু করেছে কলকাতার বাজারগুলিতে। গত দুদিনে পেঁয়াজের দাম একলাফে বেড়েছে কেজি প্রতি পাঁচ টাকা।
অবিলম্বে ধর্মঘট না উঠলে পেঁয়াজের দাম যে আরও বাড়বে তা একপ্রকার নিশ্চিত করছেন ব্যবসায়ীরা। পেঁয়াজের অগ্নিমূল্য দামের আশঙ্কায় চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে।
বস্তা প্রতি পেঁয়াজের দাম বাড়ানোর দাবিতে মহারাষ্ট্রের নাসিকে শুরু হয়েছে ধর্মঘট। এই পরিস্থিতির মধ্যেই পরিবহণ ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র সরকার। সরকারি নির্দেশ অনুযায়ী মহারাষ্ট্রের সব্জি মণ্ডীগুলোতে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ পাঠানোর পরই অন্যান্য রাজ্যগুলিতে পেঁয়াজ রফতানি করা হবে। সরকারি নির্দেশিকার জেরে বন্ধ হয়ে গেছে অন্যান্য রাজ্যে পেঁয়াজ রফতানি। নাসিক থেকে পেঁয়াজের আমদানি বন্ধ হওয়ায় গত দুদিনে এ রাজ্যে পেঁয়াজের দাম একলাফে বেড়েছে কেজি প্রতি পাঁচ টাকা।ব্যবসায়ীদের দাবি, হিমরের মজুত ফুরিয়ে গেলে দাম বাড়বে আরও আনেকটাই।
পেঁয়াজের ঝাঁঝ নয়, আপাতত বাজারে গিয়ে পেঁয়াজের দাম শুনেই চোখে জল আসছে মধ্যবিত্তের। সংসারের বাজেট ম্যানেজ করতে ইতিমধ্যেই পেঁয়াজে কাটছাঁট শুরু করেছেন অনেকেই। তবে রান্নাঘরের প্রায় অপরিহার্য সব্জির দাম আরও বাড়লে পরিস্থিতি কি হবে তা ভাবলেই শিউরে উঠছেন অনেকে।