কলেজে ঘেরাও রুখতে অনলাইন ব্যবস্থাকে চ্যালেঞ্জ শঙ্কুদেবের

কলেজে ঘেরাও বন্ধ রুখতে অনলাইন ব্যবস্থা চালু করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন টিএমসিপি ছাত্র পরিষদ সভাপতি শঙ্কুদেব পন্ডা। কলেজে ঘেরাও রুখতে তাঁর বিকল্প দাওয়াই হটলাইন। টিএমসিপি নেতার দাবি ঘেরাও রুখতে অনলাইনের থেকেও অনেক বেশি কার্যকরী হবে এই ব্যবস্থা।

Updated By: Aug 30, 2014, 12:36 PM IST
কলেজে ঘেরাও রুখতে অনলাইন ব্যবস্থাকে চ্যালেঞ্জ শঙ্কুদেবের

কলকাতা: কলেজে ঘেরাও বন্ধ রুখতে অনলাইন ব্যবস্থা চালু করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন টিএমসিপি ছাত্র পরিষদ সভাপতি শঙ্কুদেব পন্ডা। কলেজে ঘেরাও রুখতে তাঁর বিকল্প দাওয়াই হটলাইন। টিএমসিপি নেতার দাবি ঘেরাও রুখতে অনলাইনের থেকেও অনেক বেশি কার্যকরী হবে এই ব্যবস্থা।

দাবি না মানলেই ঘেরাও। অধ্যক্ষের ঘরে তালা। কিম্বা চাপ দিয়ে পদত্যাগ করানো। রাজ্যের বিভিন্ন কলেজে ঘটে চলা এইসব ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। ছাত্র সংগঠনকে ঘেরাওয়ের রাজনীতি থেকে সরে আসার জন্য একাধিকবার আর্জি জানিয়েছেন শিক্ষামন্ত্রী।  তবে তাতেও সমস্যা মেটেনি।  ঘেরাও বন্ধ করতে এবার কলকাতা বিশ্ববিদ্যালয় অনলাইনে সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সেই উদ্যোগে এবার কার্যত চ্যালেঞ্জ ছুঁড়লেন টিএমসিপি সভাপতি শঙ্কুদেব পণ্ডা।  শঙ্কুদেবের দাবি, কলকাতা বিশ্ববিদ্যালয় যেদিন অনলাইন ব্যবস্থা চালু করবে তার একঘণ্টার মধ্যে তারাও শুরু করবেন হটলাইন  সিস্টেম। কারন অনলাইনের থেকেও দ্রুত সমস্যার সমাধান হবে হটলাইনে।

প্রশ্ন উঠছে, কলেজের সমস্যা সমাধানে যখন নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়, তাতে সহযোগিতা করতে টিএমসিপির অসুবিধা কোথায়? এর আগে যখন বার বার নৈরাজ্যের ঘটনায় সমস্যা তৈরি হয়েছে শিক্ষাঙ্গনে, তখন কেন টিএমসিপির তরফে এমন প্রস্তাব উঠে আসেনি? এই প্রশ্ন ও উঠছে নানা মহলে।

 

.