নারদ কাণ্ডে তৃণমূলের তদন্ত নিয়ে বিরোধীদের দাবি পুরোটাই ভোটের মুখে নাটক

নারদ কাণ্ডে শেষমেশ দলীয় তদন্তের সিদ্ধান্ত নিল তৃণমূল।  তবে  তৃণমূলের ঘোষণাকে আমল দিচ্ছে না কোনও বিরোধী দল। তাদের দাবি, পুরোটাই ভোটের মুখে নাটক। রাজ্যে দ্বিতীয় দিনের ভোটের আগে নারদ স্টিংয়ের দলীয় তদন্তের সিদ্ধান্ত তৃণমূলের। তবে ষড়যন্ত্রের অভিযোগ থেকে সরেননি তাঁরা।

Updated By: Apr 9, 2016, 09:09 PM IST
নারদ কাণ্ডে তৃণমূলের তদন্ত নিয়ে বিরোধীদের দাবি পুরোটাই ভোটের মুখে নাটক

ওয়েব ডেস্ক: নারদ কাণ্ডে শেষমেশ দলীয় তদন্তের সিদ্ধান্ত নিল তৃণমূল।  তবে  তৃণমূলের ঘোষণাকে আমল দিচ্ছে না কোনও বিরোধী দল। তাদের দাবি, পুরোটাই ভোটের মুখে নাটক। রাজ্যে দ্বিতীয় দিনের ভোটের আগে নারদ স্টিংয়ের দলীয় তদন্তের সিদ্ধান্ত তৃণমূলের। তবে ষড়যন্ত্রের অভিযোগ থেকে সরেননি তাঁরা।

তৃণমূলের এই অভিযোগকে আমল দিতেই নারাজ বিরোধী শিবির। উল্টে তারা প্রশ্ন তুলেছেন তৃণমূলের সিদ্ধান্ত নিয়েই। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র প্রশ্ন তুলেছেন তৃণমূলের তদন্তের এক্তিয়ার নিয়েই। বিরোধীরা বলছেন, আসলে মানুষকে বোঝানো যাচ্ছে না বলেই এখন তদন্তের কথা বলছেন তৃণমূল নেতারা। বিরোধীদের  মতে, গোটা বিষয়টা ধামাচাপা দিতেই ভোটের দু দিন আগে তদন্তের কথা শোনাচ্ছে তৃণমূল ভবন।

.