কথা বলেই প্যাকেজ নিয়ে সিদ্ধান্ত: প্রণব
শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেন, দিল্লি ফিরে এই ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।
শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেন, দিল্লি ফিরে এই ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। তার আগে এই ব্যাপারে এখনই কোনও মন্তব্য করতে চাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রণববাবু জানান, পশ্চিমবঙ্গে মাওবাদীদের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার কিছু প্রকল্পের কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে পশ্চিমবঙ্গের আরও দুটি জেলাকেও মাওবাদী উপদ্রুত এলাকার কেন্দ্রীয় তালিকায় আনার কথা ভাবা হচ্ছে। রবিবার কসবায় কেন্দ্রীয় উত্পাদন শুল্ক ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রণববাবু। শিল্পে উত্পাদন কমায় রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দেওয়ায় নিজের উদ্বেগ গোপন করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী।