নিরাপত্তার ঘেরাটোপে ইডেন তথা শহর কলকাতা

আর কয়েক ঘণ্টা পরেই শুরু মহারণ। হাইভোল্টেজ ম্যাচ জুড়ে শহরে রয়েছে চরম উন্মাদনা। এই অবস্থায় ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যাতে কোনও প্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রস্তুত প্রশাসন। সম্পূর্ণ নিরাপত্তার ঘেরাটপে রাখা হয়েছে শহর কলকাতাকে। ইডেনে রয়েছে বাড়তি নিরাপত্তা।

Updated By: Mar 19, 2016, 03:22 PM IST
নিরাপত্তার ঘেরাটোপে ইডেন তথা শহর কলকাতা

ওয়েব ডেস্ক: আর কয়েক ঘণ্টা পরেই শুরু মহারণ। হাইভোল্টেজ ম্যাচ জুড়ে শহরে রয়েছে চরম উন্মাদনা। এই অবস্থায় ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যাতে কোনও প্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রস্তুত প্রশাসন। সম্পূর্ণ নিরাপত্তার ঘেরাটপে রাখা হয়েছে শহর কলকাতাকে। ইডেনে রয়েছে বাড়তি নিরাপত্তা।
স্টেডিয়ামে নজরদারি করতে বসানো হয়েছে ৯টি ওয়াচ টাওয়ার। সঙ্গে থাকছে একটি ড্রোন। এছাড়া মাঠে থাকবেন ২১ জন ডিসি, ১৩ জন ইনস্পেক্টর এবং ৪১৪ জন সাব ইনস্পেক্টর। থাকছে ৫টি বুলেট প্রুফ বাহিনী। এছাড়াও রাখা হয়েছে ৫টি পুলিস অ্যাসিস্ট্যান্ট বুথ। ইমার্জেন্সির জন্য ব্যবস্থা হয়েছে ৭টি অ্যাম্বুলেন্সের।

.