'পদ্মাবতী' বিতর্কে নবীনা হলের সামনে বিক্ষোভ বজরং দলের
'পদ্মাবতী' নিয়ে বিতর্কের ঝড় এবার আছড়ে পড়ল কলকাতায়। সকাল ১০টা নাগাদ নবীনা সিনেমা হলের সামনে বিক্ষোভ দেখালেন বজরং দলের সদস্যরা।
নিজস্ব প্রতিবেদন: 'পদ্মাবতী' নিয়ে বিতর্কের ঝড় এবার আছড়ে পড়ল কলকাতায়। সকাল ১০টা নাগাদ নবীনা সিনেমা হলের সামনে বিক্ষোভ দেখালেন বজরং দলের সদস্যরা।
রবিবার সকালে ঝাঁসির রানি লক্ষ্মী বাইয়ের জন্মতিথি উপলক্ষ্যে শোভাযাত্রা বের করেছিল বজরং দলের কলকাতা শাখা। সেই শোভাযাত্রা নবীনা হলের সামনে দিয়ে যাওয়ার পথে পদ্মাবতীর পোস্টার দেখতে পেয়ে হলে ঢুকে পড়েন তাঁরা। হল কর্মীদের ওই যুবকরা হুমকি দেন বলে অভিযোগ। হলে 'পদ্মাবতী'র শো রাখা যাবে না বলে কর্তৃপক্ষকে জানিয়ে দেন তাঁরা। স্থানীয়দের দাবি, পোস্টার ছেঁড়ার চেষ্টা করেছিলেন বজরং দলের সদস্যরা। কলকাতার বজরং দলের সভাপতি অভিজিত্ মজুমদার ২৪ ঘণ্টা ডট কম-কে জানিয়েছেন, পদ্মাবতীর মুক্তির বিরোধিতা করছেন তাঁরা। হলের মধ্যে কোনওরকম গন্ডগোল হয়নি। পোস্টার দেখে কয়েকজন ঢুকে পড়েছিলেন।
আরও পড়ুন-পিছিয়ে গেল 'পদ্মাবতীর' মুক্তি
ঘটনার পরই যাদবপুর থানাকে ফোন করে সিনেমা হল কর্তৃপক্ষ। দায়ের হয় লিখিত অভিযোগ। হলে পুলিসি পাহারার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, এদিনই পদ্মাবতী মুক্তির দিন পিছিয়ে দিয়েছে ছবির প্রযোজক ভায়াকম ১৮।